• শুক্রবার ০৩ মে ২০২৪ ||

  • বৈশাখ ২০ ১৪৩১

  • || ২৩ শাওয়াল ১৪৪৫

পিরোজপুর সংবাদ

‘যেকোনো মূল্যে বঙ্গবন্ধুর খুনিদের ফিরিয়ে আনার চেষ্টা চলছে’

পিরোজপুর সংবাদ

প্রকাশিত: ১৯ সেপ্টেম্বর ২০১৯  

সরকার যেকোনো মূল্যে বঙ্গবন্ধুর খুনিদের দেশে ফিরিয়ে আনার চেষ্টা চালিয়ে যাচ্ছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। কানাডায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের খুনী নূর চৌধুরীর তথ্য প্রকাশের বিষয়ে বাংলাদেশের পক্ষে রায় পাওয়ার প্রতিক্রিয়ায় বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) সচিবালয়ে নিজ দফতরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা জানান তিনি।

মৃত্যুদণ্ডপ্রাপ্ত বঙ্গবন্ধুর আত্মস্বীকৃত খুনী নূর চৌধুরী কীভাবে কানাডায় বসবাস করছেন, সেই অভিবাসন সংক্রান্ত তথ্য দেশটির সরকারের কাছে চেয়েছিল বাংলাদেশ। কিন্তু কানাডার আইনে মৃত্যুদণ্ডপ্রাপ্ত কাউকে প্রত্যর্পণে বাধা থাকায় সে দেশের সরকার জনস্বার্থ রক্ষার যুক্তি দিয়ে তথ্য প্রকাশ না করার সিদ্ধান্ত জানিয়েছিল। এ বিষয়ে এক মামলায় কানাডার ফেডারেল আদালত মঙ্গলবার বাংলাদেশের পক্ষে রায় দিয়েছে।

এ বিষয়ে জানতে চাইলে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘এটার (খুনীদের ফিরিয়ে আনা) জন্য একটা কমিটি রয়েছে। সেই কমিটির সভাপতি হিসেবে আইনমন্ত্রী কাজ করছেন, সেখানে আমিও একজন সদস্য। আমরা যেকোনো মূল্যে আইনি প্রক্রিয়ার মাধ্যমে বঙ্গবন্ধুর খুনি যে যেখানে আছেন, তাদের ফিরিয়ে নিয়ে আসার প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি।’