• সোমবার ২০ মে ২০২৪ ||

  • জ্যৈষ্ঠ ৫ ১৪৩১

  • || ১১ জ্বিলকদ ১৪৪৫

পিরোজপুর সংবাদ
ব্রেকিং:
চাকরির পেছনে না ছুটে যুবকদের উদ্যোক্তা হওয়ার আহ্বান ‘সামান্য কেমিক্যালের পয়সা বাঁচাতে দেশের সর্বনাশ করবেন না’ যত ষড়যন্ত্র হোক, আ.লীগ সংবিধানের বাইরে যাবে না: ওবায়দুল কাদের শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস আজ প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস আগামীকাল ন্যায়বিচার নিশ্চিত করতে বিচারকদের প্রতি আহ্বান রাষ্ট্রপতির আহতদের চিকিৎসায় আন্তর্জাতিক সংস্থাগুলোর ভূমিকা চান প্রধানমন্ত্রী টেকসই উন্নয়নের জন্য কার্যকর জনসংখ্যা ব্যবস্থাপনা চান প্রধানমন্ত্রী বিএনপি ক্ষমতায় এসে সব কমিউনিটি ক্লিনিক বন্ধ করে দেয় চমক রেখে বিশ্বকাপের দল ঘোষণা করল বাংলাদেশ

সবসময় জনগণের পাশে থাকতে চায় পুলিশ : আইজিপি

পিরোজপুর সংবাদ

প্রকাশিত: ১৭ নভেম্বর ২০১৯  

পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মোহাম্মদ জাবেদ পাটোয়ারী বলেছেন, জনগণের পুলিশ হতে চাই আমরা। সবসময় জনগণের কাছে এবং পাশে থাকতে চায় পুলিশ। সমাজিক নিরাপত্তায় সমাজকে ঘিরে সর্বদা আমরা আবর্তিত হই। আমরা সার্বক্ষণিক জনগণের সঙ্গে কাজ করি। কমিউনিটি পুলিশ ধারণাটিও জনগণকে ঘিরে। কমিউনিটি ব্যাংকও তেমনি একটি উদ্যোগ।

রোববার (১৭ নভেম্বর) সকালে গাজীপুরের শ্রীপুরের মাওনা-চৌরাস্তা ভাই ভাই সুপার মার্কেটে কমিউনিটি ব্যাংক বাংলাদেশ লিমিটেডের ৬ষ্ঠ শাখার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

 

আইজিপি বলেন, কমিউনিটি ব্যাংকের কনসেপ্টটি জনগণের দোরগোড়ায় পুলিশকে নিয়ে যাওয়ার একটি প্রচেষ্টা। আপনাদের বিনিয়োগ যাতে নিরাপদ থাকে, আপনাদের সঞ্চয় যাতে নিরাপদ থাকে সেই নিশ্চয়তা দিতেই কমিউনিটি ব্যাংক আপনাদের দোরগোড়ায় এসেছে।

দুর্নীতির বিরুদ্ধে শুদ্ধি অভিযান সম্পর্কে জানতে চাইলে আইজিপি বলেন, দুর্নীতির বিরুদ্ধে অভিযানের বিষয়টি প্রধানমন্ত্রী বিভিন্ন সময় তার বক্তব্যে স্পষ্ট করেছেন। শুদ্ধি অভিযান নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বিভিন্ন সময় তার বক্তব্যে বিস্তারিত বলেছেন। এ অভিযান সারাদেশে চলবে। অবশ্যই এটি অব্যাহত থাকবে।

গাজীপুরের অতিরিক্ত পুলিশ সুপার শেখ রাসেলের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন- কমিউনিটি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মসিউল হক চৌধুরী। এতে শুভেচ্ছা বক্তব্য রাখেন- গাজীপুরের জেলা প্রশাসক (ডিসি) এসএম তরিকুল ইসলাম ও ঢাকা জোনের পুলিশের ডিআইজি মো. হাবিবুর রহমান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গাজীপুরের পুলিশ সুপার (এসপি) শামসুন্নাহার।

এ সময় উপস্থিত ছিলেন- পুলিশের অতিরিক্ত মহাপরিদর্শক মো. মইনুর রহমান চৌধুরী, পুলিশ সদর দপ্তরের (ঢাকা) ডিআইজি আবু হাসান মুহাম্মদ তারিক ও গাজীপুর মহানগর পুলিশের কমিশনার মো. আনোয়ার হোসেন প্রমুখ।