• মঙ্গলবার ৩০ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৭ ১৪৩১

  • || ২০ শাওয়াল ১৪৪৫

পিরোজপুর সংবাদ

সীমান্তে বিজিবির অভিযান, দেড় কেজি স্বর্ণালঙ্কার উদ্ধার

পিরোজপুর সংবাদ

প্রকাশিত: ২৮ জানুয়ারি ২০২০  

 


চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার শিংনগর সীমান্ত এলাকা থেকে প্রায় দেড় কেজি ওজনের স্বর্ণালঙ্কার উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

সোমবার (২৭ জানুয়ারি) দুপুরে শিংনগর সীমান্তের হালদারপাড়া এলাকা থেকে ওই স্বর্ণালঙ্কারগুলো উদ্ধার করা হয়।

তবে এ ঘটনায় কোনো চোরাকারবারিকে আটক করা সম্ভব হয়নি।

রাতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিজিবি জানায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বিজিবি সদস্যরা খবর পায়- বাংলাদেশের অভ্যন্তরে শিংনগর হালদারপাড়া এলাকা দিয়ে একটি স্বর্ণের চালান পার হবে। এমন খবরে ওই এলাকায় অভিযান চালিয়ে সন্দেহভাজন এক চোরাকারবারিকে ধাওয়া করে বিজিবি। এ সময় ওই চোরাকারবারি তার মাথায় বহন করা একটি বস্তা ফেলে ঘটনাস্থল থেকে কৌশলে পালিয়ে যায়।

পরে ওই বস্তা থেকে কাগজে মোড়ানো ৭৮টি স্বর্ণের আংটি, ৬২ জোড়া কানের দুল, ৪০ জোড়া পাশা, ২১ জোড়া ঝুমকা, ৬টি ব্রেসলেট ও ৩টি গলার হার উদ্ধার করা হয়।

এ ব্যাপারে মহেশপুর ৫৮ বিজিবির সহকারী পরিচালক মোহাম্মদ নজরুল ইসলাম খাঁন দৈনিক অধিকারকে জানান, উদ্ধার হওয়া স্বর্ণালঙ্কারের ওজন ১ কেজি ২১০ গ্রাম (২২ ক্যারেট)। যার আনুমানিক বাজার মূল্য ৬২ লাখ ২৮ হাজার ৭৫০ টাকা। উদ্ধার হওয়া স্বর্ণালঙ্কার চুয়াডাঙ্গা জেলার ট্রেজারি অফিসে জমা দেওয়া হয়েছে বলেও জানিয়েছেন বিজিবির এই কর্মকর্তা।