• মঙ্গলবার ২১ মে ২০২৪ ||

  • জ্যৈষ্ঠ ৭ ১৪৩১

  • || ১২ জ্বিলকদ ১৪৪৫

পিরোজপুর সংবাদ

সুন্দরবনে দুই বনদস্যু আটক, তিন জেলে উদ্ধার

পিরোজপুর সংবাদ

প্রকাশিত: ২ মার্চ ২০২০  


 

পশ্চিম সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জের গহীনে সীমান্তবর্তী রায়মঙ্গল নদীসংলগ্ন মোহস্তখালী খালে অভিযান চালিয়ে অস্ত্র-গুলিসহ দুই বনসদ্যুকে আটক করেছেন কৈখালী কোস্টগার্ড সদস্যরা।

এ সময় দস্যুদের ডেরা থেকে তিন জেলেকে উদ্ধার করা হয়।

আটক দুই বনদস্যু হলেন বাগেরহাট জেলার রামপাল থানার ইউসুফ শেখের ছেলে গোলাম শেখ (৩৬) এবং ভারতের দক্ষিণ ২৪ পরগুনা জেলার জেলিয়াখালী গ্রামের আব্দুল হাই মোল্লার ছেলে জালাল উদ্দিন মোল্লা (৫০)।

আটকরা জানান, ভারতে বসবাসকারী বনদস্যু জোনাব বাহিনীর প্রধান জোনাব আলীর  (বর্তমান নাম সুমন সরদার) নির্দেশে তারা সুন্দরবনে জেলেদের জিম্মি করে মুক্তিপণ আদায় করতেন।

গতকাল রবিবার (১ মার্চ) রাত ৯টার দিকে দুই বনদস্যুকে আটক করার সময় অপর দুই বনদস্যু বুলবুল ও ফারুক গাজী চারটি অস্ত্রসহ ভারত সীমান্তে পালিয়ে যান।

উদ্ধার তিন জেলে হলেন শ্যামনগর উপজেলার কালিঞ্চী গ্রামের শামসুর শেখের ছেলে বাবলু শেখ (৩২), একই গ্রামের নওশের মল্লিকের ছেলে শহিদুল মল্লিক (৩০) এবং দক্ষিণ কদমতলা গ্রামের মৃত সাকাত শেখের ছেলে রেজাউল শেখ (৩৬)। তাঁরা জানান, কৈখালী বন অফিস থেকে অনুমতি (পাশ) নিয়ে সুন্দরবনে কাচিকাটা খালে মাছ ধরার সময় গত ২৭ ফেব্রুয়ারি  মুক্তিপণের দাবিতে তাদেরকে অপহরণ করা হয়।

কৈখালী কোস্টগার্ডের চিফ পেটি অফিসার (সিপিও) নজরুল ইসলাম বলেন, সুন্দরবনে মোহন্তখালী খালে জেলে বহরে ডাকাতির প্রস্তুতির খবর গোপনে নিশ্চিত হয়ে তাঁর নেতৃত্বে অভিযান চালান কোস্টগার্ড সদস্যরা। এ সময় একটি একনলা বন্দুক ও দুই রাউন্ড তাজা গুলিসহ দুই বনদস্যুকে আটক করা হয়। আটক বনদস্যুদের শ্যামনগর থানায় হস্তান্তর করা হয়েছে বলে তিনি জানান।

শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলহাজ্ব নাজমুল হুদা বিষয়টি নিশ্চিত করেছেন। আটক বনদস্যুদের আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে বলে জানান তিনি।