• বুধবার ২২ মে ২০২৪ ||

  • জ্যৈষ্ঠ ৮ ১৪৩১

  • || ১৩ জ্বিলকদ ১৪৪৫

পিরোজপুর সংবাদ

হলি আর্টিজান মামলার সাক্ষ্যগ্রহণ শুরু

পিরোজপুর সংবাদ

প্রকাশিত: ৩ ডিসেম্বর ২০১৮  

রাজধানীর গুলশানের হলি আর্টিজান বেকারিতে জঙ্গি হামলা মামলার সাক্ষ্যগ্রহণ শুরু হয়েছে। এরই মধ্যে আসামিরা আদালতে উপস্থিত হয়েছে। সোমবার সকাল ১০টায় সন্ত্রাসবিরোধী বিশেষ ট্রাইব্যুনালে সাক্ষ্যগ্রহণ শুরু হয়। এর আগে গত ৮ আগস্ট ৮ আসামির বিরুদ্ধে দাখিল করা চার্জশিট গ্রহণ করেন আদালত। ২৩ জুলাই মামলার তদন্তকারী কর্মকর্তা কাউন্টার টেরোরিজম বিভাগের পরিদর্শক হুমায়ূন কবির মামলাটিতে সিএমএম আদালতে চার্জশিট দাখিল করেন। কারাগারে থাকা ৬ আসামি হলেন- জাহাঙ্গীর আলম ওরফে রাজীব গান্ধী, মিজানুর রহমান ওরফে বড় মিজান,রাকিবুল হাসান রিগান, রাশেদুল ইসলাম ওরফে র‍্যাশ, সোহেল মাহফুজ ও হাদিসুর রহমান সাগর। ২০১৬ সালের ১ জুলাই রাতে গুলশানের হলি আর্টিসানে ভয়াবহ ওই জঙ্গি হামলায় দুই পুলিশ কর্মকর্তাসহ দেশি-বিদেশিসহ মোট ২২জন নিহত হন। এর মধ্যে তিনজন বাংলাদেশি, একজন ভারতীয়, নয়জন ইতালীয় এবং সাতজন জাপানি নাগরিক। ওই রাতে প্রায় ১২ ঘণ্টার রুদ্ধশ্বাস জিম্মিদশায় পুরো বিশ্ববাসী আতঙ্কিত হয়ে ওঠে। অবশেষে সেনাবাহিনীর কমান্ডো অভিযান ‘অপারেশন থান্ডারবোল্ট’ এর মধ্য দিয়ে শেষ হয় এই জঙ্গি হামলা। অভিযানে পাঁচ জঙ্গি ও রেস্টুরেন্টের বাবুর্চি সাইফুল ইসলাম চৌকিদার নিহত হন। নিহত জঙ্গিরা হলেন- নিবরাস ইসলাম, মীর সামিহ মোবাশ্বের, রোহান ইবনে ইমতিয়াজ, খায়রুল ইসলাম পায়েল ও শফিকুল ইসলাম উজ্জল ওরফে বিকাশ। ভয়াবহ এই জঙ্গি হামলার ঘটনার পরই দেশের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বেশ নড়েচড়ে ওঠে।