• শুক্রবার ০৩ মে ২০২৪ ||

  • বৈশাখ ২০ ১৪৩১

  • || ২৩ শাওয়াল ১৪৪৫

পিরোজপুর সংবাদ

গৃহবধূ ধর্ষণ মামলায় একজনের যাবজ্জীবন

পিরোজপুর সংবাদ

প্রকাশিত: ১৮ ফেব্রুয়ারি ২০২০  

কুষ্টিয়ায় গৃহবধূ ধর্ষণ মামলায় এক ব্যক্তির যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে আসামিকে ৫০ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে আরো এক বছরের কারাদণ্ড দেয়া হয়েছে। মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) বেলা ১২টায় কুষ্টিয়া নারী ও শিশু নির্যাতন দমন বিশেষ আদালতের বিচারক মুন্সী মো. মশিউর রহমান আসামির উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন।

মামলার বিবরণে জানা গেছে, ২০১৯ সালের ২১ মে রাত ১১টার দিকে ভেড়ামারা উপজেলার কারিগর পাড়ার মনোরঞ্জন দাসের ছেলে বিপ্লব দাস প্রতিবেশী কুমারের বাড়িতে প্রবেশ করে তার স্ত্রীকে ধর্ষণ করে। লজ্জার ভয়ে প্রথমে সে কাউকে কিছু প্রথমে বলেনি। পরবর্তীতে ৭ জুন পুনরায় তাকে ধর্ষণ করার চেষ্টা করলে এলাকাবাসী টের পেয়ে বিপ্লবকে আটক করে পুলিশে সোপর্দ করে।

এ ঘটনার পরের দিন স্বামী কুমার বাদী হয়ে ভেড়ামারা থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০ এর ৯ (১) ধারায় একটি মামলা দায়ের করে।