• শুক্রবার ০৩ মে ২০২৪ ||

  • বৈশাখ ২০ ১৪৩১

  • || ২৩ শাওয়াল ১৪৪৫

পিরোজপুর সংবাদ

রাবিতে ভর্তি পরীক্ষা: কোন ইউনিটে কবে কখন

পিরোজপুর সংবাদ

প্রকাশিত: ৩১ মার্চ ২০২১  

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ২০২০-২১ শিক্ষাবর্ষে প্রথমবর্ষ স্নাতক/স্নাতক (সম্মান) শ্রেণিতে ভর্তি পরীক্ষার রুটিন প্রকাশ করা হয়েছে। আগামী ১৪ জুন শুরু হবে পরীক্ষা চলবে ১৭ জুন পর্যন্ত। 

রেজিস্ট্রার অধ্যাপক মো. আবদুস সালাম স্বাক্ষরিত একটি বিজ্ঞপ্তিতে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে এই রুটিন প্রকাশ করা হয়।

 

 

বিজ্ঞপ্তি থেকে জানা যায়, রাজশাহী বিশ্ববিদ্যালয়ে তিনটি ইউনিটে (এ, বি, সি) ভর্তি পরীক্ষা তিনদিনে সম্পন্ন করা হবে। আগামী ১৪জুন 'সি' ইউনিটের (বিজ্ঞান) পরীক্ষার মাধ্যমে শুরু হবে ভর্তি পরীক্ষা। ১৫জুন 'এ' ইউনিটের (মানবিক) এবং ১৬জুন 'বি' ইউনিটের (বাণিজ্য) ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। 

প্রতিটি ইউনিটের পরীক্ষা তিনটি শিফটে অনুষ্ঠিত হবে। প্রতি শিফটে ১৫ হাজার করে তিন শিফট মিলে এক ইউনিটে ৪৫ হাজার পরীক্ষার্থী অংশগ্রহণ করতে পারবে। প্রথম শিফটের (গ্রুপ-১) পরীক্ষা সকাল সাড়ে ৯টায় শুরু হয়ে শেষ হবে সাড়ে ১০টা, দ্বিতীয় শিফট (গ্রুপ-২) শুরু দুপুর ১২টায় শেষ ১টায় এবং তৃতীয় শিফট (গ্রুপ-৩) বিকাল ৩টা থেকে শুরু হয়ে শেষ হবে ৪টায়।

গত বছর বহুনির্বাচনী ও লিখিত উভয় পদ্ধতিতে পরীক্ষা নেয়া হয়েছিল। তবে এবার থাকছে না কোন লিখিত পরীক্ষা। শুধুমাত্র বহুনির্বাচনী প্রশ্নে পরীক্ষা হবে। ১০০ নম্বরের পরীক্ষায় এবার মোট ৮০টি বহুনির্বাচনী প্রশ্ন থাকবে, সময় এক ঘণ্টা। প্রতিটি প্রশ্নের মান ১.২৫। প্রতিটি ভুল উত্তরের ০.২০ করে নম্বর কাটা হবে। অর্থাৎ ৫টি ভুল উত্তরের জন্য ১ নম্বর কাটা যাবে। পরীক্ষায় নূন্যতম পাস নম্বর ৪০।