• শনিবার ০৪ মে ২০২৪ ||

  • বৈশাখ ২০ ১৪৩১

  • || ২৪ শাওয়াল ১৪৪৫

পিরোজপুর সংবাদ

মার্কিন নিষেধাজ্ঞা বিরুদ্ধে তীব্র প্রতিক্রিয়া নেতানিয়াহুর

পিরোজপুর সংবাদ

প্রকাশিত: ২২ এপ্রিল ২০২৪  

ইসরায়েল প্রতিরক্ষা বাহিনীর পশ্চিম তীরের একটি ইউনিটের ওপর মার্কিন নিষেধাজ্ঞা দেওয়ার পরিকল্পনার খবরে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু।

সেনাবাহিনীর ওপর যেকোনো নিষেধাজ্ঞা প্রত্যাখ্যান করার প্রতিশ্রুতি দিয়েছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। এমনকি মার্কিন নিষেধাজ্ঞার বিরুদ্ধে সর্বশক্তি দিয়ে লড়াইয়ের ঘোষণাও দিয়েছেন তিনি।

সোমবার (২২ এপ্রিল) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।

সংবাদমাধ্যমগুলো বলছে, ইসরায়েলের নেতজাহ ইহুদা ইউনিটের সদস্যদের বিরুদ্ধে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ আনছে যুক্তরাষ্ট্র। নিষেধাজ্ঞা দেয়া হলে তারা কোনো মার্কিন সামরিক সহায়তা না পাওয়ার পাশাপাশি কোনো প্রশিক্ষণ নিতে পারবেন না।

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন কয়েক দিনের মধ্যে নিষেধাজ্ঞার ঘোষণা দিতে পারেন। তিনটি সরকারি সূত্র থেকে এমন তথ্য পাওয়া গেছে বলে জানিয়েছে গণমাধ্যমগুলো।

মানবাধিকার লঙ্ঘনে অভিযোগ উঠেছে ইসরায়েলি পুলিশের একাধিক ইউনিটের বিরুদ্ধেও। তাদের আচরণের বিস্তারিত মূল্যায়নের পর নিষেধাজ্ঞার এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা গেছে।

প্রসঙ্গত, ইসরায়েলের প্রধান মিত্র ওয়াশিংটন এর আগে কখনোই ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর বা আইডিএফের কোনও ইউনিটের সহায়তা স্থগিত করেনি।