• শুক্রবার ০৩ মে ২০২৪ ||

  • বৈশাখ ২০ ১৪৩১

  • || ২৩ শাওয়াল ১৪৪৫

পিরোজপুর সংবাদ

ব্রিটিশ রাষ্ট্রদূত হলেন সিলেটের মকবুল

পিরোজপুর সংবাদ

প্রকাশিত: ৩ নভেম্বর ২০১৯  

 

ব্রিটিশ রাষ্ট্রদূত হলেন সিলেটের বিশ্বনাথের মকবুল আলী। ডোমিনিকান রিপাবলিক এবং রিপাবলিক অব হাইতির রাষ্ট্রদূত হিসেবে তাকে নিয়োগ দেয় যুক্তরাজ্য। এর আগে এ দায়িত্ব পালন করেন সুনামগঞ্জের জগন্নাথপুরের আনোয়ার চৌধুরী।

বুধবার (৩০ অক্টোবর) যুক্তরাজ্যের টাওয়ার হ্যামলেটের স্পিকার ও সিভিক মেয়র আয়াছ মিয়া বিষয়টি নিশ্চত করেছেন।

ব্রিটিশ মূলুকের ব্র্যাডফোড শহরের বাসিন্দা মকবুল। সিলেটের বিশ্বনাথ উপজেলার পশ্চিম চাঁন্দশীরকাপন গ্রামের মদরিছ আলী ও কামরুননেছা দম্পতির একমাত্র ছেলে তিনি। পাঁচ বোন ও এক ভাইয়ের মধ্যে সর্বকনিষ্ট এ ব্যক্তিত্ব।

তার নিবাস বিশ্বনাথেরই ধরারাই গ্রামে। আগামী ১ জানুয়ারি থেকে মকবুল রাষ্ট্রদূতের দায়িত্ব পালন শুরু করবেন বলে জানান তিনি।