• বৃহস্পতিবার ০২ মে ২০২৪ ||

  • বৈশাখ ১৯ ১৪৩১

  • || ২২ শাওয়াল ১৪৪৫

পিরোজপুর সংবাদ

শ্রীলংকায় গৃহযুদ্ধে নিখোঁজ সবাই নিহত: প্রেসিডেন্ট

পিরোজপুর সংবাদ

প্রকাশিত: ২১ জানুয়ারি ২০২০  

 

 

শ্রীলংকায় গৃহযুদ্ধে নিখোঁজ ২০ হাজারেরও বেশি মানুষ নিহত হয়েছে বলে স্বীকার করলেন দেশটির প্রেসিডেন্ট গোটাবায়া রাজাপাকসে।

কলম্বোতে সোমবার জাতিসংঘের দূতের সঙ্গে বৈঠকে তিনি এ কথা স্বীকার করেন। খবর বিবিসির।

সে সময় যারা নিখোঁজ হয়েছেন- তাদের মৃত্যু সনদ ইস্যু করা হচ্ছে বলে প্রেসিডেন্ট কার্যালয় থেকে পাঠানো এক বিবৃতিতে বলা হয়েছে।

দীর্ঘদিন ধরে শত শত পরিবার তাদের প্রিয় স্বজনদের খোঁজে দেশটিতে বিক্ষোভ মিছিল করে আসছিল।

এদের অনেকেই মনে করছেন, তাদের স্বজনরা এখনও আইনশৃঙ্খলা বাহিনীর হাতে বন্দি অবস্থায় আছেন।

কিন্তু শ্রীলংকার সরকার বলছে, গৃহযুদ্ধের সময় আটক কোন বন্দি তাদের হাতে নেই। নিখোঁজরা সবাই আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে গোলাগুলিতে প্রাণ হারিয়েছে।

উল্লেখ্য, ২০০৯ সালে তামিলদের সঙ্গে দীর্ঘ ২৬ ধরে চলা যুদ্ধের ইতি টানে শ্রীলংকা।

গৃহযুদ্ধে তামিল গেরিলাসহ লক্ষাধিক মানুষ নিহত এবং ২০ লোক এখনও নিখোঁজ রয়েছে। সরকার বলছে নিখোঁজরা সবাই মারা গেছে। বর্তমান প্রেসিডেন্ট আগে শ্রীলংকার প্রতিরক্ষা মন্ত্রী ছিলেন। গৃহযুদ্ধ থামাতে তার গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল।