• সোমবার ২০ মে ২০২৪ ||

  • জ্যৈষ্ঠ ৫ ১৪৩১

  • || ১১ জ্বিলকদ ১৪৪৫

পিরোজপুর সংবাদ
ব্রেকিং:
চাকরির পেছনে না ছুটে যুবকদের উদ্যোক্তা হওয়ার আহ্বান ‘সামান্য কেমিক্যালের পয়সা বাঁচাতে দেশের সর্বনাশ করবেন না’ যত ষড়যন্ত্র হোক, আ.লীগ সংবিধানের বাইরে যাবে না: ওবায়দুল কাদের শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস আজ প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস আগামীকাল ন্যায়বিচার নিশ্চিত করতে বিচারকদের প্রতি আহ্বান রাষ্ট্রপতির আহতদের চিকিৎসায় আন্তর্জাতিক সংস্থাগুলোর ভূমিকা চান প্রধানমন্ত্রী টেকসই উন্নয়নের জন্য কার্যকর জনসংখ্যা ব্যবস্থাপনা চান প্রধানমন্ত্রী বিএনপি ক্ষমতায় এসে সব কমিউনিটি ক্লিনিক বন্ধ করে দেয় চমক রেখে বিশ্বকাপের দল ঘোষণা করল বাংলাদেশ

ইরাকে মার্কিন ঘাঁটিতে রকেট হামলা

পিরোজপুর সংবাদ

প্রকাশিত: ৫ এপ্রিল ২০২১  

ইরাকে একটি মার্কিন ঘাঁটিতে আবারও রকেট হামলার ঘটনা ঘটেছে। রাশিয়ার সংবাদমাধ্যম স্পুটনিক নিউজ এবং ইরানের গণমাধ্যম মেহের নিউজ জানায়, রোববার (৪ মার্চ) ইরাকের বালাদ এলাকায় মার্কিন বিমানঘাঁটিতে একাধিক রকেট হামলা হয়েছে। মার্কিন সেনাদের আবাসিক এলাকায় রকেট দুটি আঘাত হানলেও এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। এদিকে ইরাকের নিরাপত্তা বাহিনী জানায়, রকেট দুটি মার্কিন ঘাঁটির বাইরে এসে পড়েছে। এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

কারা এ হামলা করেছে, তা জানা সম্ভব হয়নি। তবে এ হামলার জন্য বরাবরের মতো ইরানকেই দায়ী করছে মার্কিন বাহিনী। ইরাকের রাজধানী থেকে ৮০ কিলোমিটার উত্তরে পল্লী এলাকায় বালাক মার্কিন বিমানঘাঁটিটি অবস্থিত। এ ঘাঁটিতে গত মাসেও দুটি রকেট হামলা হয়েছে। এ ছাড়া গত ২০ মার্চ আরেকটি মার্কিন ঘাঁটিতে জোড়া রকেট হামলায় দুই সেনা আহত হন।

সম্প্রতি ইরাকে অবস্থিত মার্কিন ঘাঁটিগুলোতে আশঙ্কাজনক হারে এ ধরনের হামলার ঘটনা বেড়েছে।