• মঙ্গলবার ২১ মে ২০২৪ ||

  • জ্যৈষ্ঠ ৭ ১৪৩১

  • || ১২ জ্বিলকদ ১৪৪৫

পিরোজপুর সংবাদ

সাবেক সুন্দরীর সঙ্গে রাজার বিয়ে, জানেন না মাহাথির

পিরোজপুর সংবাদ

প্রকাশিত: ২ ডিসেম্বর ২০১৮  

 


রাশিয়ায় সাবেক সুন্দরীর সঙ্গে মালয়েশিয়ার পঞ্চম রাজা মুহাম্মাদ ভির বিয়ের ব্যাপারে কিছু জানেন না দেশটির প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদ। রাজার বিয়ের ছবি ও খবর সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার ব্যাপারে জানতে চাইলে মাহাথির বলেন, ‘এ ব্যাপারে আমার কাছে কোনো নতুন তথ্য নেই।’

দ্যা স্টার অনলাইনের খবরে বলা হয়েছে, রাজার বিয়ের ব্যাপারে জানতে চাওয়া হলে গত শুক্রবার প্রেস কনফারেন্সে মাহাথির মোহাম্মদ বলেন, ‘আমি কিছু জানি না। আমার কাছে আনুষ্ঠানিকভাবে নিশ্চিত কোনো তথ্য নেই, তাই আমি এ ব্যাপারে কিছু বলতে পারছি না।’


২২ নভেম্বর মস্কোতে রাশিয়ায় সাবেক সুন্দরী প্রতিযোগিতার মুকুটজয়ী ওকসানা ভোয়েভোদিনার সঙ্গে বিয়ে হয় মালয়েশিয়ার কেলানতান রাজ্যের পঞ্চম রাজা মুহাম্মাদ ভির। বিয়ের আগে ওকসানা ইসলাম গ্রহণ করেন। রাজা বিয়ে করায় তিনি মালয়েশিয়ার বর্তমান রানি। রাজা ভির পুরো নাম টেংকু মো. ফারিস পেট্রা ইবনি টেংকু ইসমাইল পেট্রা। তিনি মোহাম্মদ ভি নামে পরিচিত। ব্রিটিশ গণমাধ্যম ডেইলি মেইলসহ কয়েকটি গণমাধ্যম বিয়ের সচিত্র প্রতিবেদন প্রকাশ করে। এরপরই বিয়ের ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।

অর্থনীতিতে স্নাতকোত্তর ওকসানা একজন মডেল। বছর দেড়েক আগে ওকসানার সঙ্গে ইউরোপে রাজার পরিচয়। বিয়ের পরই প্রজনন স্বাস্থ্যের চিকিৎসার ব্যাপারে জার্মানিতে গেছেন নবদম্পতি। প্রথম বিয়ের পরই রাজার বিচ্ছেদ হয়েছে। রাজার কোনো সন্তান নেই। তাই জার্মানির ওই হাসপাতালে গেছেন রাজা।


ওকসানা ইসলাম গ্রহণের পরই রিহানা নাম নেন। মালেয়শিয়ার গণমাধ্যমের খবরে বলা হয়েছে, এ বছরের ১৬ এপ্রিল ইমলাম গ্রহণ করেন। বিয়ের পর তাঁর নাম হয়েছে রিহানা ওকসানা গরবাতেনকো।

২০১৫ সালে ২২ বছর বয়সে মিস মস্কো নির্বাচিত হন ওকসানা। এর তিন বছর পরেই বিয়ের পিঁড়িতে বসলেন। রাজার বয়স তাঁর বয়সের দ্বিগুণ, ৪৯ বছর। দম্পতির বয়সের পার্থক্য ২৪ বছর।

ওকসানা চিকিৎসক বাবার সন্তান। তিনি দক্ষিণ রাশিয়ার রোস্তভ অন ডনের একজন অর্থোপেডিক শল্যবিদ, বয়স ৫০-এরও কম। ওকসানার মাও রাশিয়ার পেঞ্জার আঞ্চলিক সুন্দরী প্রতিযোগিতার ১৯৯০ সালের একজন প্রতিযোগী ছিলেন।


মস্কোতে মালয়েশিয়ার রাজকীয় পোশাকে ৪৯ বছর বয়সী ভিকে রাজকীয় বিয়ের অনুষ্ঠানে উপস্থিত হতে দেখা যায়। বিয়ের অনুষ্ঠানটি পুরোপুরিভাবে অ্যালকোহলমুক্ত রাখা হয় এবং সম্পূর্ণ হালাল খাবার পরিবেশন করা হয়।

তবে রাজার সঙ্গে কীভাবে সম্পর্ক বা কীভাবে পরিচয়, এরপর বিয়ে, তা এখনো অজানা। ওকসানার এটি প্রথম বিয়ে কি না, তা-ও জানা যায়নি। তবে রাজার দ্বিতীয় বিয়ে। ২০১৬ সাল থেকে রাজার দায়িত্ব পালন করা মোহাম্মদ ভি-এর সঙ্গে সাবেক মিস মস্কোর পরিচয় বা সম্পর্ক কীভাবে শুরু, তা এখনো অজানা। মালয়েশিয়ার রাজা ব্রিটেনের রুটল্যান্ডের ওয়াখাম স্কুল থেকে পাস করে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেন। এরপরে তিনি ইউরোপিয়ান বিজনেস স্কুল, লন্ডনে পড়াশোনা করেন।