• রোববার ১৯ মে ২০২৪ ||

  • জ্যৈষ্ঠ ৫ ১৪৩১

  • || ১০ জ্বিলকদ ১৪৪৫

পিরোজপুর সংবাদ
ব্রেকিং:
চাকরির পেছনে না ছুটে যুবকদের উদ্যোক্তা হওয়ার আহ্বান ‘সামান্য কেমিক্যালের পয়সা বাঁচাতে দেশের সর্বনাশ করবেন না’ যত ষড়যন্ত্র হোক, আ.লীগ সংবিধানের বাইরে যাবে না: ওবায়দুল কাদের শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস আজ প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস আগামীকাল ন্যায়বিচার নিশ্চিত করতে বিচারকদের প্রতি আহ্বান রাষ্ট্রপতির আহতদের চিকিৎসায় আন্তর্জাতিক সংস্থাগুলোর ভূমিকা চান প্রধানমন্ত্রী টেকসই উন্নয়নের জন্য কার্যকর জনসংখ্যা ব্যবস্থাপনা চান প্রধানমন্ত্রী বিএনপি ক্ষমতায় এসে সব কমিউনিটি ক্লিনিক বন্ধ করে দেয় চমক রেখে বিশ্বকাপের দল ঘোষণা করল বাংলাদেশ

ব্রণ দূর করার ঘরোয়া উপায়

পিরোজপুর সংবাদ

প্রকাশিত: ৩ জানুয়ারি ২০২৪  

ত্বক ও চুলের যেকোনো যত্নের ক্ষেত্রে ঘরোয়া উপায় সবচেয়ে নিরাপদ। কারণ এ ধরনের পরিচর্যা সাধারণত ক্যামিকেলমুক্ত প্রাকৃতিক উপাদান দিয়ে করা হয়। যে কারণে থাকে না পার্শ্বপ্রতিক্রিয়ার ভয়। আমাদের অনেকের মুখেই ব্রণের সমস্যা লেগে থাকে। একদিক থেকে কমলে আবার অপরদিক থেকে বাড়তে থাকে। এমন সমস্যা নিয়ে যদি আপনিও ভুগে থাকেন তাহলে জেনে নিন ব্রণ দূর করার ঘরোয়া উপায়-

১. মুখ পরিষ্কার রাখুন

ব্রণ থেকে মুক্তি পেতে নিয়মিত মুখ পরিষ্কার করতে হবে। কারণ আমাদের ত্বকের কোণে লুকিয়ে থাকা ধুলা, ময়লার ফলে ব্রণের সমস্যা বেড়ে যেতে থাকে। যে কারণে প্রতিদিন মুখ ঠিক করে পরিষ্কার করা জরুরি। এজন্য ব্যবহার করতে পারেন প্রাকৃতিক উপাদান। অতিরিক্ত ক্ষারযুক্ত সাবান এড়িয়ে চলুন। এটি ত্বকের কোমলতা কেড়ে নেয়।

২. চন্দনের পেস্ট ব্যবহার

ব্রণের সমস্যা সারানোর জন্য চন্দনের পেস্ট অত্যন্ত উপকারী। প্রথমে ব্রণের জায়গায় ভালো করে চন্দনের পেস্ট মেখে নিন। এরপর শুকিয়ে গেলে ঠান্ডা ও পরিষ্কার পানি দিয়ে ধুয়ে নিন। চন্দন ত্বককে সংক্রমণ থেকে মুক্তি পেতে সাহায্য করে। তাই মুখে চন্দন ব্যবহার করুন।

৩. গোলাপ জল ব্যবহার

ব্রণ দূর করতে আরেকটি কার্যকরী উপাদান হলো গোলাপ জল। তাই মুখে নিয়মিত গোলাপ জল ব্যবহার করলে উপকার পাবেন। তুলোয় সামান্য গোলাপ জল নিয়ে যে ব্রণের স্থানে লাগিয়ে নিন। এতে ব্রণ দূর হবে সহজেই। এছাড়া ত্বকও ময়েশ্চারাইজ হবে। ফলে ত্বক থাকবে ব্রণমুক্ত ও সুন্দর।

৪. মুলতানি মাটির পেস্ট ব্যবহার

ত্বকের যত্নে আরেকটি উপকারী উপাদান হতে পারে মুলতানি মাটির পেস্ট। আপনার ত্বকে যদি ব্রণের সমস্যা থাকে তাহলে নিয়মিত এই পেস্ট ব্যবহার করতে পারেন। কারণ ব্রণ নিরাময়ে উপকারী মুলতানি মাটি। মুলতানি মাটি আশেপাশের সুপারশপেই কিনতে পাবেন। এর ব্যবহারের মাধ্যমে সহজেই আপনার ত্বক ভালো রাখতে পারবেন।

৫. কাঁচা হলুদ ব্যবহার

ত্বকের যত্নে কাঁচা হলুদ ব্যবহারের প্রচলন পুরনো। এটি ত্বকে ব্রণের সমস্যা দূর করতেও কাজ করে। তাই আপনার ত্বকে যদি ব্রণের সমস্যা থাকে তাহলে এই প্রাকৃতিক উপাদান ব্যবহার করতে পারেন। কাঁচা হলুদে অ্যান্টি ফাংগাল ও অ্যান্টি ব্যাকটেরিয়াল উপাদান থাকে যা ব্রণের সমস্যা মেটাতে সাহায্য করে।