• শুক্রবার ০৩ মে ২০২৪ ||

  • বৈশাখ ২০ ১৪৩১

  • || ২৩ শাওয়াল ১৪৪৫

পিরোজপুর সংবাদ

টিপস : ফুল দীর্ঘসময় সতেজ থাকবে যেভাবে

পিরোজপুর সংবাদ

প্রকাশিত: ১৭ সেপ্টেম্বর ২০১৯  

 

প্রতিদিনের কাজের কী আর শেষ আছে? সকাল থেকে রাত অব্দি কাজ করেও যেন শেষ করা যায় না। রোজকার কাজগুলো করার ক্ষেত্রে কিছু কৌশল বা টিপস কাজে লাগালে তা হয়ে যায় সহজ আর সুন্দর। দৈনন্দিন জীবনের কাজগুলোকে আরও সহজ করার উদ্দেশ্যেই টিপস’।

ফুল কে না ভালোবাসেন? এক তোড়া গোলাপ কিংবা রজনীগন্ধা অনেকেই রাখেন ফুলদানীতে। আবার এখন দোলনচাঁপার সময় হওয়ায় এ ফুলেও ঘর সাজান অনেকেই। ফুল যাই হোক না কেন তা ফুলদানীতে সাজানোর একদিন পরেই নিস্তেজ হয়ে পড়ে। 

মন খারাপ করে অনেকেই ভাবেন, ইশ! ফুলগুলো যদি আরও দুই একটা দিন সতেজ থাকত! কেমন হয় যদি সত্যিই ফুলকে ফুলদানীতে রাখার ২/৩ দিন পরেও ধরে রাখা যায় এর সতেজতা? 

এখন থেকে ফুল ফুলদানীতে সাজিয়ে তার ওপর ছিটিয়ে দিন হেয়ার স্প্রে। হ্যাঁ, চুল ফিট রাখতে ব্যবহৃত হওয়া এই উপাদানটিই সতেজ রাখবে ফুলকে। পাশাপাশি পানির সঙ্গে মিশিয়ে দিন খানিকটা চিনি। 

ফুলকে দীর্ঘ সময় সতেজ রাখার এই কৌশলটি কি জানা ছিল আপনার?