• শুক্রবার ০৩ মে ২০২৪ ||

  • বৈশাখ ২০ ১৪৩১

  • || ২৩ শাওয়াল ১৪৪৫

পিরোজপুর সংবাদ

ইন্দুরকানীতে ২৫টি পূজা মন্দিরে আর্থিক অনুদান প্রদান

পিরোজপুর সংবাদ

প্রকাশিত: ১ অক্টোবর ২০১৯  


ইন্দুরকানীতে শারদীয় দুর্গোৎসব উপলক্ষে ২৫টি পূজা মন্দিরে ৩৫ হাজার টাকা আর্থিক অনুদান প্রদান করেছে জেলা পরিষদ। ইন্দুরকানী কেন্দ্রীয় পূজা মন্দিরে ৫ হাজার, পাড়েরহাট বন্দর পূজা মন্দির, লাহুড়ী পূজা মন্দির, রামচন্দ্রপুর পূজা মন্দির ও চন্ডিপুর পূজা মন্দিরে আড়াই হাজার টাকা করে এবং বাকি মন্দিরগুলোতে ১ হাজার টাকা করে প্রদান করা হয়। সোমবার রাতে উপজেলা পরিষদ সভা কক্ষে পিরোজপুর জেলা পরিষদের আয়োজনে উপজেলা নির্বাহী কর্মকর্তা হোসাইন মুহাম্মদ আল-মুজাহিদের সভাপতিত্বে আর্থিক অনুদান প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা পরিষদের প্রধান নির্বাহী রেবেকা খান। বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আ’লীগের সভাপতি এ্যাড. এম মতিউর রহমান, জেলা পরিষদ সদস্য আবুল কালাম আজাদ, উপজেলা ভাইস চেয়ারম্যান রুহুল আমিন বাগা, মহিলা ভাইস চেয়ারম্যান দিলরুবা মিলন, উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক মৃধা মোঃ মনিরুজ্জামান, উপজেলা পূজা উদ্যাপন পরিষদের সভাপতি সুনীল কৃষ্ণ মজুমদার, সাংবাদিক এইচ. এম ফারুক হোসাইন প্রমুখ। এসময় বক্তারা বলেন, বাংলাদেশ প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার হাত ধরে উন্নয়নে এগিয়ে যাচ্ছে। সরকার আপনাদের সব ধরণের সহযোগীতায় বদ্ধ পরিকর। জেলা পরিষদ ধর্মীয় ও শিক্ষা প্রতিষ্ঠানে ব্যাপক সহায়তা দিয়ে যাচ্ছে।