• শনিবার ০৪ মে ২০২৪ ||

  • বৈশাখ ২১ ১৪৩১

  • || ২৪ শাওয়াল ১৪৪৫

পিরোজপুর সংবাদ

মঠবাড়িয়ায় কমিউনিটি পুলিশিং ডে পালিত

পিরোজপুর সংবাদ

প্রকাশিত: ২৬ অক্টোবর ২০১৯  

মঠবাড়িয়া (পিরোজপুর) প্রতিনিধি  :

‘পুলিশের সঙ্গে কাজ করি, মাদক-জঙ্গী-সন্ত্রাস মুক্ত দেশ গড়ি’ এ  প্রতিপাদ্যকে সামনে রেখে পিরোজপুরের মঠবাড়িয়া থানা পুলিশ ও কমিউনিটি পুলিশিং থানা সমন্বয় কমিটির উদ্যোগে কমিউনিটি পুলিশিং ডে পালিত হয়েছে। এ  উপলক্ষ্যে আজ শনিবার সকালে মঠবাড়িয়া থানা থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে থানা চত্বরে আলোচনা সভায় মিলিত হয়। মঠবাড়িয়া থানার ওসি মাসুদুজ্জামান মিলুর সভাপতিত্বে এসময় বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান মো. রিয়াজ উদ্দিন, সহকারি কমিশনার (ভূমি) রিপন বিশ্বাস, মুক্তিযোদ্ধা মজিবুল হক খান মজনু, কমিউনিটি পুলিশিং সাধারণ সম্পাদক ও আ‘লীগ সাধারণ সম্পাদক আজিজুল হক সেলিম মাতুব্বর প্রমূখ।

সভায়বক্তারা বলেন, পুলিশ ও জনতার মাঝে মেলবন্ধন সৃষ্টি করতে কাজ করছে এই কমিউনিটি পুলিশং। এই সরকার সারা দেশে মাদক ও সন্ত্রাসের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছেন। প্রতিটি এলাকা মাদক ও সন্ত্রাস মুক্ত করার জন্য কাজ করে তারা। কেথায়ও বাল্য বিয়ে বা ইভটিজিং এর ঘটনা ঘটলে তাৎক্ষনিক ভাবে এই কমিউনিটি পুলিশিং এর সদস্যরা গিয়ে প্রশাসনকে জানাবেন। প্রশাসন গিয়ে তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নিবেন।