• শুক্রবার ০৩ মে ২০২৪ ||

  • বৈশাখ ২০ ১৪৩১

  • || ২৩ শাওয়াল ১৪৪৫

পিরোজপুর সংবাদ

মঠবাড়িয়ায় ১০ ফুট লম্বা অজগর সাপ আটক

পিরোজপুর সংবাদ

প্রকাশিত: ৮ জুন ২০২০  

মঠবাড়িয়া প্রতিনিধিঃ পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার নলী গ্রামের এক কৃষকের কৃষি কাজে ব্যবহৃত জালে ১০ লম্বা একটি অজগর আটক হয়েছে। ঘুর্ণিঝড় আমফানে সুন্দরবন থেকে ভেসে আসা অজগরটি আজ সোমবার সকালে উপজেলার সাপলেজা ইউনিয়নের নলী গ্রামের কৃষক মহিবুল্লাহ হাওলাদারের সবজি ক্ষেতের চারপাশের জালে আটকা পড়ে। 

এলাকাবাসী সূত্রে জানা গেছে, নলী গ্রামের কৃষক মহিবুল্লাহ সোমবার দুপুরের দিকে নিজের সবজি ক্ষেত পরিচর্যা করছিলেন। এ সময় তিনি ক্ষেতের চারপাশে বেড়ার জালে অজগরটি আটকা পড়া অবস্থায় দেখে এলাকাবাসীকে খবর দিলে তারা অজগরটি উদ্ধার করেন।

মঠবাড়িয়া উপজেলা বন সংরক্ষণ কর্মকর্তা মো. ফকর উদ্দিন বলেন, অজগর উদ্ধারের বিষয়টি আমাকে অবহিত করা হয়। এ বিষয়ে সুন্দরবন শরণখোলা রেঞ্জে অবহিত করে অজগরটি সুন্দরবনে অবমুক্ত করা উদ্যোগ নেওয়া হবে।