• শনিবার ০৪ মে ২০২৪ ||

  • বৈশাখ ২০ ১৪৩১

  • || ২৪ শাওয়াল ১৪৪৫

পিরোজপুর সংবাদ

দূর্যোগ ব্যবস্থাপণা অধিদপ্তরের আওতায় দুটি সড়ক নির্মাণ

পিরোজপুর সংবাদ

প্রকাশিত: ১২ ডিসেম্বর ২০২৩  

মঠবাড়িয়া প্রতিনিধি : পিরোজপুরের মঠবাড়িয়ায় দূর্যোগ ব্যবস্থাপণা অধিদপ্তরের আওতায় ৮০ লক্ষাধিক টাকা ব্যায়ে ৫‘শ মিটার করে দুটি সড়ক নির্মাণ কাজ সম্পন্ন হয়েছে। সড়ক দুটি হচ্ছে উপজেলার রাজপাড়া ও সোনাখালী গ্রামে। সোমবার বিকেলে উপজেলা নির্বাহী কর্মকর্তা আবদুল কাইযূম, সহকারি কমিশণার (ভূমি) সৈকত রায়হান, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মিলন তালুকদারসহ সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তার সড়ক নির্মাণ কাজ পরিদর্শণ করেন। এসময় স্থানীয় জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।

জানা গেছে, গ্রামীণ রাস্তআসমূহ টেকসই করণের লক্ষে হেরিংবোন বন্ড করণ শীর্ষক প্রকল্পের আওতায় উপজেলা বেতমোর রাজপাড়া ইউনিয়নের রাজপাড়া গ্রামে ৫‘ মিটার ও আমড়া গাছিয়া ইউনিয়েনের সোনাখালী গ্রামে ৫‘শ মিটার সড়র নির্দাণ করেন মেসার্স জেসমিন বিল্ডার্স নামে একটি ঠিকাদারী প্রতিষ্ঠান।

ঠিকাদারী প্রতিষ্ঠানের প্রতিনিধি মোঃ কামরুজ্জামান কামরুল বলেন, শতভাগ সরকারি নির্দেশনা অনুযায়ী সড়ক দুটি নির্মাণ করা হয়েছে। স্থানীয় জনপ্রতিনিধি ও সুধী সমাজের লোকজন কাজে খুশি হয়ে ঠিকাদারী প্রতিষ্ঠান ও সংশ্লিষ্ট কর্মকর্তা এবং মাননীয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়েছেন।

স্থানীয় সম্াজ সেবক মোঃ জালাল আহম্মেদ, দফাদার হাবিবুর রহমান ইউপি সদস্য মোঃ মনির হোসেন আকন বলেন, এই প্রথম দেখলাম শতভাগ মানসম্মত কোন সড়ক নির্মাণ করেছেন ঠিকাদার। উপজেলা প্রশাসনের নিয়মিত তদারকির কারনে এটা সম্ভব হয়েছে বলেও তারা জানান।

উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মিলন তালুকদার বলেন, বাংলাদেশ সরকারের দূর্যোগ ব্যবস্থাপণা অধিদপ্তরের আওতায় উপজেলার দুটি ইউনিয়নে ৫‘মিটার করে পৃথক দুটি সড়ক নির্মাণ করা হয়েছে। নিয়মিত তদারকির কারনে মানসম্মত কাজ সম্পন্ন হয়েছে। মাননীয় প্রধানমন্ত্রীর এ উন্নয়নের ধারা অব্যাহত থাকবে।