• শনিবার ০৪ মে ২০২৪ ||

  • বৈশাখ ২০ ১৪৩১

  • || ২৪ শাওয়াল ১৪৪৫

পিরোজপুর সংবাদ

মঠবাড়িয়ায় বিজয় দিবসে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা

পিরোজপুর সংবাদ

প্রকাশিত: ১৬ ডিসেম্বর ২০২৩  

মঠবাড়িয়া প্রতিনিধি : পিরোজপুরের মঠবাড়িয়ায় বিজয় দিবসে বীর মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যদের সংবর্ধনা দিলো উপজেলা প্রশাসন। ১৬ ডিসেম্বর শনিবার মঠবাড়িয়া মুক্তিযোদ্ধা কমপ্লেক্স চত্বরে সংবর্ধনা অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা আবদুল ক্ইায়ূম এর সভাপতিত্বে ও বীর মুক্তিযোদ্ধা মোঃ হাবীবুর রহমান শরীফ এর সঞ্চালনায় বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান মো. রিয়াজ উদ্দিন আহম্মেদ, মুক্তিযোদ্ধা সাবেক কমান্ডার মোঃ বাচ্চু আকন, বীর মুক্তিযোদ্ধা মোস্তফা শাহ আলম দুলাল, বীর মুক্তিযোদ্ধা মোঃ এমাদুল হক খান প্রমূখ।

এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা সহকারি কমিশনার (ভূমি) সৈকত রায়হান, সমাজ সেবা কর্মকর্তা মোঃ শফিকুল আলম, ওসি (তদন্ত) আব্দুল রেজা, ওসি (অপারেশন) আবদুল হালিম, বীর মুক্তিযোদ্ধা লুৎফর রহমান, বীর মুক্তিযোদ্ধা মোঃ আফজাল হোসেন, বীর মুক্তিযোদ্ধা শাহাদাৎ হোসেন রাজা, বীর মুক্তিযোদ্ধা আঃ সোবাহান শরীফ, বীর মুক্তিযোদ্ধা আবুল বাশার মাতুব্বর, উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ আরিফুর রহমান সিফাত প্রমূখ।

উপজেলা নির্বাহী কর্মকর্তা আবদুল ক্ইায়ূম জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধো যারা শহীদ হয়েছেন তাঁদেও প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন কনে বলেন, মুক্তিযোদ্ধারা বাংলার বীর সন্তান, মুক্তিযোদ্ধারা সর্বশ্রেষ্ঠ বাঙ্গালী। মুক্তিযোদ্ধাদের অবদান শোধযোগ্য নয়। বর্তমান সরকার বীর মুক্তিযোদ্ধাদের সম্মানে বীর নিবাস করে দিয়েছে। সস্মানী ভাতা দিেেচ্ছন। শুধু বীর মুক্তিযোদ্ধাই নয়, সর্বক্ষেত্রে বর্তমান সরকার সাফল্য এনেছে। আগামীতেও আরো সুন্দর বাংলাদেশ গড়তে তিনি সকলের সহযোগিতা কামনা করেন।