• শনিবার ০৪ মে ২০২৪ ||

  • বৈশাখ ২১ ১৪৩১

  • || ২৪ শাওয়াল ১৪৪৫

পিরোজপুর সংবাদ

মঠবাড়িয়ায় প্রিজাইটিং ও পোলিং অফিসারদের প্রশিক্ষণ

পিরোজপুর সংবাদ

প্রকাশিত: ২০ ডিসেম্বর ২০২৩  

মঠবাড়িয়া প্রতিনিধি : দ্বাদশ জাতীয় সংসদ র্নিবাচনে পিরোজপুর-৩ (মঠবাড়িয়া) আসনে ভোট কেন্দ্র গুলোর দায়িত্বপ্রাপ্ত প্রিজাইটিং অফিসার, সহকারি প্রিজাইটিং অফিসার ও পোলিং অফিসারদের দুই দিন ব্যাপী প্রশিক্ষণ কর্মশালা শুরু হয়েছে।  বুধবার (২০ ডিসেম্বর) সকাল ১০ টায় মঠবাড়িয়া সরকারি হাতেম আলী মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে প্রধান অতিথি হিসেবে এ প্রশিক্ষণের উদ্বোধন করেন অতিরিক্ত বিভাগীয় কমিশণার (সার্বিক) মোঃ পারভেজ হাসান।

পিরোজপুর জেলা রিটানিং অফিসার ও জেলা প্রশাসক মোহাম্মদ জাহেদুর রহমান এর সভাপতিত্বে এসময় আরও বক্তব্য রাখেন, পুলিশ কমিশণার জিহাদুল কবির, পিরোজপুর পুলিশ সুপার মোঃ শরিফুল ইসলাম, জেলা নির্বাচণ কর্মকর্তা মিজানুর রহমান, উপজেলা রিটানিং অফিসার ও নির্বাহী কর্মকর্তা আবদুল কাইয়ূম, মঠবাড়িয়া থানার ওসি মোঃ শফিকুল ইসলাম প্রমূখ।

উপজেলা রিটানিং অফিসার ও নির্বাহী কর্মকর্তা আবদুল কাইয়ূম জানান, দ্বাদশ জাতীয় সংসদ র্নিবাচনে পিরোজপুর-৩ (মঠবাড়িয়া) আসনে ৮৪ ভোট কেন্দ্র গুলোর দায়িত্বপ্রাপ্ত প্রিজাইটিং অফিসার, সহকারি প্রিজাইটিং অফিসার ও পোলিং মোঃ ১‘হাজার অফিসারদের দুই দিন ব্যাপী প্রশিক্ষণ দেয়া হচ্ছে। তিনি আরও বলেন, দ্বাদশ জাতীয় সংসদ র্নিবাচণ হবে অংশগ্রহণ মূলক, অবাদ, সুষ্ঠ ও নিরপেক্ষ। এ ক্ষেত্রে বাংলাদেশ নির্বাচণ কমিশনের নির্দেশ মোতাবেক জেলা রিটানিং অফিসার সকল প্রকার প্রস্তুতি গ্রহণ করেছেন।