• শুক্রবার ০৩ মে ২০২৪ ||

  • বৈশাখ ২০ ১৪৩১

  • || ২৩ শাওয়াল ১৪৪৫

পিরোজপুর সংবাদ

অবৈধ গাড়ির বিরুদ্ধে প্রশাসনের অভিযান

পিরোজপুর সংবাদ

প্রকাশিত: ২১ ডিসেম্বর ২০২৩  

মঠবাড়িয়া প্রতিনিধি : দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে পিরোজপুর-৩ (মঠবাড়িয়া) আসনে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে মঠবাড়িয়ায় প্রতিনিয়ত অবৈধ গাড়ির অভিযান পরিচালনা করছেন ভ্রাম্যমান আদালত। মঠবাড়িয়া উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং কর্মকর্তা আবদুল কাইউম এর নির্দেশনা অনুযায়ী সহকারী কমিশনার (ভূমি) সৈকত রায়হান ও মঠবাড়িয়া থানা পুলিশ প্রতিনিয়ত অভিযান পরিচালনা করছেন।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে পিরোজপুর-৩ (মঠবাড়িয়া) আসনে বিভিন্ন এলাকার অপরিচিত লোকজন আনাগোনা করছে। আবার অনেকেই বেপরোয়া গতিতে যানবাহন চালাচ্ছে। এতে করে প্রতিনিয়তই ছোট-খাটো দূর্ঘটনা ঘটছে। উপজেলা প্রশাসক মনে করেন অবৈধ গাড়ি এবং অচেনা লোকজনের কারনে আইন শৃঙ্খলার অবনতি হতে পারে। তাই প্রতিনিয়ত অবৈধ গাড়ির ব্যাপরে মোবাইল কোর্ট পরিচালনা করা হচ্ছে।

উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং কর্মকর্তা আব্দুল কাইয়ূম বলেন, মঠবাড়িয়া পৌর শহরের বিভিন্ন পয়েন্টে প্রশাসনের টিম মোবাইল কোর্টের মাধ্যমে রেজিস্ট্রেশন বিহীন মোটরসাইকেল ও ড্রাইভিং লাইসেন্স বিহীন  চালকদের সরকারি বিধি অনুযায়ী বিভিন্ন অংকের জরিমানা করা হয়। তিনি আরও বলেন গত দুই দিনে ১১টি লাইসেন্স বিহীন মোটরসাইকেল আইনের আওতায় আনতে সক্ষম হয়েছি। আজ বৃহস্পতিবার (২১ ডিসেম্বর) বিকেলেও অবৈধ গাড়ির বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা করা হবে। আমাদের এ কার্যক্রম অব্যাহত থাকবে।