• শনিবার ১৮ মে ২০২৪ ||

  • জ্যৈষ্ঠ ৪ ১৪৩১

  • || ০৯ জ্বিলকদ ১৪৪৫

পিরোজপুর সংবাদ
ব্রেকিং:
যত ষড়যন্ত্র হোক, আ.লীগ সংবিধানের বাইরে যাবে না: ওবায়দুল কাদের শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস আজ প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস আগামীকাল ন্যায়বিচার নিশ্চিত করতে বিচারকদের প্রতি আহ্বান রাষ্ট্রপতির আহতদের চিকিৎসায় আন্তর্জাতিক সংস্থাগুলোর ভূমিকা চান প্রধানমন্ত্রী টেকসই উন্নয়নের জন্য কার্যকর জনসংখ্যা ব্যবস্থাপনা চান প্রধানমন্ত্রী বিএনপি ক্ষমতায় এসে সব কমিউনিটি ক্লিনিক বন্ধ করে দেয় চমক রেখে বিশ্বকাপের দল ঘোষণা করল বাংলাদেশ শেখ হাসিনার তিন গুরুত্বপূর্ণ সফর: প্রস্তুতি নিচ্ছে পররাষ্ট্র মন্ত্রণালয় হজযাত্রীদের ভিসা অনুমোদনের সময় বাড়ানোর আহ্বান প্রধানমন্ত্রীর

আওয়ামী লীগের প্রার্থী ২৩৩ শরিকদের জন্য ৬২ আসন

পিরোজপুর সংবাদ

প্রকাশিত: ২৮ নভেম্বর ২০১৮  

গত দুই দিনে আওয়ামী লীগের আরও বেশ কিছু আসনের দলীয় মনোনয়ন পরিবর্তন করা হয়েছে। একইভাবে চূড়ান্ত করে আনা হয়েছে জোটের শরিকদের মনোনয়নও। সর্বশেষ হিসাব অনুযায়ী, আওয়ামী লীগ মোট ২৩৩টি আসনে দলীয় মনোনয়ন দিয়েছে। অন্যদিকে শরিকদের মধ্যে সবচেয়ে বেশি আসন দেওয়া হয়েছে জাতীয় পার্টিকে। গতকাল সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত তারা পেয়েছে ৪৪টি আসন।

আওয়ামী লীগের নীতিনির্ধারণী সূত্রে জানা যায়, আসন নিয়ে মহাজোটের শরিকদের সঙ্গে দরকষাকষি অব্যাহত রয়েছে। এক্ষেত্রে আরও পরিবর্তন আসতে পারে। একই সঙ্গে আওয়ামী লীগের প্রার্থী নিয়েও দলীয় শীর্ষপর্যায়ে আলোচনা হচ্ছে। বেশ কিছু আসনে মনোনয়নের একাধিক চিঠি দেওয়া হচ্ছে। মহাজোটের চূড়ান্ত প্রার্থী জানার জন্য আগামী ৯ ডিসেম্বর মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন পর্যন্ত অপেক্ষা করতে হবে।

 এ ছাড়া ওয়ার্কার্স পার্টিকে পাঁচটি, সাবেক রাষ্ট্রপতি এ কিউ এম বদরুদ্দোজা চৌধুরীর নেতৃত্বাধীন যুক্তফ্রন্টকে পাঁচটি, জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদ (ইনু)-কে তিনটি, বাংলাদেশের জাসদ (আম্বিয়া) দুটি, তরিকত ফেডারেশনকে দুটি, জাতীয় পার্টি-জেপিকে একটি আসন দেওয়া হয়েছে। গতকাল পর্যন্ত ৬২টি আসন মহাজোটের শরিকদের আওয়ামী লীগ দিয়েছে। তবে আসন বণ্টন নিয়ে আলোচনা অব্যাহত আছে। গতরাতেও শরিকদের সঙ্গে এ নিয়ে আলোচনা হয়েছে। আজ সন্ধ্যার মধ্যে কয়েকটি আসনে পরিবর্তন আসতে পারে। পাশাপাশি আওয়ামী লীগেরও আরও কিছু আসনে আসতে পারে রদবদল। যে আসনগুলোয় দুজন করে প্রার্থী দেওয়া হয়েছে, তাদের ব্যাপারে আরও খোঁজখবর নেওয়া হচ্ছে। একাধিক সংস্থা ও আওয়ামী লীগ সভানেত্রীর নিজস্ব ব্যবস্থাপনায় মাঠ জরিপে যারা এগিয়ে থাকবেন, তাদের চূড়ান্তভাবে প্রার্থী করা হবে। এমনকি জোট মহাজোটের আসনগুলোয়ও শেষ মুহূর্তে আরও পরিবর্তন আনা হতে পারে। আওয়ামী লীগ সূত্র জানিয়েছে, একাদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে আওয়ামী লীগ কৌশলী ভূমিকা নিয়েছে। কিছু আসনে দুজন করে প্রার্থী রাখা হয়েছে। আবার কিছু আসনে জোটের শরিকদেরও প্রার্থী রাখতে বলা হয়েছে। বিএনপি বা জাতীয় ঐক্যফ্রন্টের প্রার্থীর সঙ্গে নির্বাচনে লড়াই করে জয় পাওয়ার মতো প্রার্থীকেই বেছে নেওয়ার জন্যই দলটির এ কৌশল। এ সম্পর্কে গত সোমবার বিকালে সংবাদ সম্মেলনে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, আমরা দলের প্রার্থীদের চিঠি দিয়েছি। জোটের শরিকরাও তাদের প্রার্থীদের চিঠি দিয়েছেন। সর্বশেষ পর্যালোচনা করে আমরা জোটগত প্রার্থী ঘোষণা করব।

দলীয় সূত্রমতে, সরকারি দল ভোটের হিসাব-নিকাশ কঠিনভাবেই করছে। তিনশ আসনেই নিবিড় পর্যবেক্ষণ করা হচ্ছে। সব আসনের সর্বশেষ খবর নিচ্ছেন আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা। এবারের নির্বাচন নিয়ে কোনো ধরনের ঝুঁকি নিতে চান না তিনি। সে কারণে ‘বিজয়ী’ হওয়ার মতো প্রার্থীকেই তিনি ভোটের মাঠে রাখবেন। কৌশলগত কারণে কিছু কিছু আসনে জোটের প্রার্থীদের মনোনয়ন জমা দিতে বলা হয়েছে। সর্বশেষ জরিপে যে প্রার্থীর অবস্থা বেশি ভালো তাকেই করা হবে মহাজোটের প্রার্থী। দলীয় সূত্রমতে, মহাজোটের প্রধান শরিক জাতীয় পার্টির জন্য রাখা হয়েছে ৪৪টি আসন। ১৪-দলীয় জোটের শরিকদের দেওয়া হয়েছে ১৩টি আসন। অন্যদিকে নতুন যুক্ত হওয়া বিকল্পধারার নেতৃত্বাধীন যুক্তফ্রন্টকে দেওয়া হয়েছে পাঁচটি আসন। এ ছাড়া জাকের পার্টিকে একটি আসন দেওয়ার ব্যাপারে চিন্তাভাবনা করা হচ্ছে। গতকাল রাতেও এ নিয়ে দেনদরবার হয়েছে। তবে চূড়ান্ত সিদ্ধান্ত আজ সকালের মধ্যে আসতে পারে। গতকাল আওয়ামী লীগের তিনটি আসনের মনোনয়নে পরিবর্তন আনা হয়েছে। নড়াইল-১ আসনে আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছিলেন বর্তমান এমপি কবিরুল হক মুক্তি। কিন্তু গতকাল ওই আসনে নৌকা নিয়ে লড়তে আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার স্বাক্ষরিত প্রত্যয়নপত্র নিয়েছেন জাসদ (একাংশ) সভাপতি শরীফ নুরুল আম্বিয়া। ধারণা করা হচ্ছে, শেষ পর্যন্ত তিনিই নৌকা নিয়ে লড়বেন এ আসনে। ফরিদপুর-২ আসনে বারবার নির্বাচিত এমপি আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরী। দলের প্রার্থীদের যখন চিঠি দেওয়া হয়, তখন তার নাম ছিল না। দলটির নেতা-কর্মীদের ধারণা ছিল আসনটি এবার জাকের পার্টিকে ছেড়ে দেওয়া হবে। কিন্তু গতকাল সকালে বর্তমান এমপি সৈয়দা সাজেদা চৌধুরীকে দলীয় মনোনয়নের চিঠি দেওয়া হয়েছে। একইভাবে ঢাকা-১৭ আসনে আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছিলেন চিত্রনায়ক আকবর হোসেন পাঠান। গতকাল দুপুরে এ আসন থেকে দলের মনোনয়ন পেয়েছেন ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক কাদের খান। অর্থাৎ ঢাকা-১৭ আসনে দুজন প্রার্থী রাখা হয়েছে। জাসদ নেতাদের মধ্যে শরীফ নুরুল আম্বিয়াকে নড়াইল-১ (কালিয়া) আসনে প্রতিদ্বন্দ্বিতার জন্য মনোনয়ন দেওয়া হয়েছে। একই দলের মঈনুদ্দিন খান বাদলকে চট্টগ্রাম-৮ আসনে নৌকার প্রত্যয়নপত্র দেওয়া হয়েছে। জাসদের এই নেতা ওই আসনের বর্তমান সংসদ সদস্য। গতকাল আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার ধানমন্ডির কার্যালয় থেকে তরিকত ফেডারেশনের চেয়ারম্যান সৈয়দ নজিবুল বশার মাইজভাণ্ডারী ও সদস্য আনোয়ার খানকে নৌকা প্রতীকে প্রার্থী হওয়ার প্রত্যয়নপত্র দেওয়া হয়েছে। চট্টগ্রাম-২ সৈয়দ নজিবুল বশার মাইজভাণ্ডারী এবং লক্ষ্মীপুর-১ আসনে আনোয়ার হোসেন খান নৌকা প্রতীক নিয়ে লড়বেন। চাঁদপুর-৪ আসনে জাতীয় প্রেসক্লাবের সভাপতি মুহাম্মদ শফিকুর রহমানকে দলের মনোনয়নের চিঠি দেওয়া হয়েছে।