• বৃহস্পতিবার ০২ মে ২০২৪ ||

  • বৈশাখ ১৯ ১৪৩১

  • || ২২ শাওয়াল ১৪৪৫

পিরোজপুর সংবাদ

পিরোজপুর জেলা প্রশাসনের উদ্যোগে ডেঙ্গু মশা নিধনে ক্রাশ প্রোগ্রাম

পিরোজপুর সংবাদ

প্রকাশিত: ৭ আগস্ট ২০১৯  

পিরোজপুর প্রতিনিধিঃ পিরোজপুর জেলা প্রশাসনের উদ্যোগে বুধবার সকাল ১০টা ডেঙ্গু প্রতিরোধে এডিস মশা নিধন ক্রাশ প্রোগ্রামের উদ্বোধন করা হয়েছে। জেলা প্রশাসক আবু আলী মোঃ সাজ্জাদ হোসেনের নেতৃত্বে শহরের সরকারি টেকনিক্যাল স্কুল এ্যন্ড কলেজ প্রাঙ্গনসহ সরকারি শিশু পরিবার, শহর বাসস্ট্যান্ড ও হুলারহাটসহ বিভিন্ন স্থানে মশক নিধন এই ক্রাশ কার্যক্রম চালানো হয়।  
এসময় অতিরিক্ত জেলা প্রশাসক ঝুমুর বালা ও নাহিদ ফারজানা ছিদ্দিকী, অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট কাজী সালেহ মোস্তানজীল ও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আসিফ মাহমুদ, নির্বাহী ম্যাজিষ্ট্রেটবৃন্দ, পৌরসভার কাউন্সিলরবৃন্দ, শ্রমিক নেতা আলমগীর হোসেন, সংবাদ কর্মী, টেকনিক্যাল স্কুল এ্যান্ড কলেজের শিক্ষক ও শিক্ষার্থীসহ বিভিন্ন পর্যায়ের প্রতিনিধিগন এসময় উপস্থিত ছিলেন।