• বুধবার ০১ মে ২০২৪ ||

  • বৈশাখ ১৮ ১৪৩১

  • || ২১ শাওয়াল ১৪৪৫

পিরোজপুর সংবাদ

অতিরিক্ত ভাড়া আদায় করলে ব্যবস্থা

পিরোজপুর সংবাদ

প্রকাশিত: ৩১ মে ২০১৯  

পিরোজপুর প্রতিনিধিঃ ঈদে লঞ্চে সরকার নির্ধারিত ভাড়ার অতিরিক্ত ভাড়া আদায় করা যাবে না। অতিরিক্ত ভাড়া আদায় করলে আইনগত ব্যবস্থা নেয়া হবে। এছাড়া অতিরিক্ত যাত্রী বহন ও মালপত্র দিয়ে অতিরিক্ত বোঝাই করা যাবে না। ঈদে ঘরমুখো ও ঢাকা ফেরা মানুষের যাত্রা নিরাপদ ও সুষ্ঠু করতে পিরোজপুরের ভারপ্রাপ্ত পুলিশ সুপার মোল্লা আজাদ হোসেন হুলারহাট নৌ বন্দর পরিদর্শনকালে লঞ্চ পরিচলাকদের এসব কথা বলেন ।

আজ দুপুরে পিরোজপুরের হুলারহাট নৌ বন্দর কন্ট্রোলরুম পরিদর্শন কালে ভারপ্রাপ্ত পুলিশ সুপার পিরোজপুর থেকে ঢাকাগামী যাত্রীদের সাথে কথা বলেন । এসময় তিনি যাত্রীদের কাছে সরকার নির্ধারিত ভাড়া রাখা হচ্ছে কিনা তার খোজখবর নেন ।

তিনি আরো বলেন, বর্তমান সরকার জনবান্ধব সরকার । জনগনের কল্যানের লক্ষ্যে বর্তমান সরকার নিরালসভারে কাজ করে যাচ্ছে । তাই জনগনের জন্য কষ্টদায়ক এমন কোন কাজ বরদাস্ত করা হবে না । ঈদ উপলক্ষে যাত্রীদের কাছ থেকে সরকার নির্ধারিত ভাড়ার অতিরিক্ত আদায় করা যাবে না। বন্দর থেকে লঞ্চ ছাড়ার পর মাঝখানে স্টিমার বা অন্য কোনো মাধ্যমে যাত্রী ও মালপত্র উঠানো যাবে না । নির্ধারিত ধারণক্ষমতার বাইরে যাত্রী ও মালপত্র বোঝাই করা যাবে না । পিরোজপুরের ফেরীঘাট ও নৌবন্দরের ঘাটগুলোতে যাত্রীদের হয়রানি এবং ডাকাতির হাত থেকে রক্ষার জন্য জেলা পুলিশ কঠোর ভাবে তৎপর । তাছাড়া পিরোজপুরের ৯টি ঘাটে যাত্রীদের সুবিধার্থে ১ টি করে কন্ট্রোলরুম খোলা হয়েছে ।

এসময় তার সাথে উপস্থিত ছিলেন পিরোজপুর সদর সার্কেলের অতিরিক্তি পুলিশ সুপার আহমেদ মাঈনুল হাসান, পিরোজপুর সদর থানার অফিসার ইনচার্জ এস.এম. জিয়াউল হক ,হুলারহাট নৌ বন্দর সভাপতি মজনু তালুকদার প্রমুখ ।