• মঙ্গলবার ৩০ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৭ ১৪৩১

  • || ২০ শাওয়াল ১৪৪৫

পিরোজপুর সংবাদ

সচেতনতা বৃদ্ধিতে জোর প্রচার ভোক্তা অধিদফতরের

পিরোজপুর সংবাদ

প্রকাশিত: ৩১ মার্চ ২০২০  

 


সঠিক মূল্যে পণ্য বিক্রি, অতি মুনাফা লাভ না করা ও নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যতালিকা যথাযথভাবে প্রদর্শন করা নিয়ে সচেতনতামূলক প্রচার চালিয়েছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর।
মঙ্গলবার ঢাকা মহানগরের মিরপুরে বিভিন্ন বাজারে প্রচারমূলক কার্যক্রম পরিচালনা করেন এ অধিদফতরের সহকারী পরিচালক আব্দুল জব্বার মন্ডল।

এ প্রচার সম্পর্কে আব্দুল জব্বার বলেন, জরিমানা নয়, ব্যবসায়ীদের সচেতনতা বৃদ্ধিতে এ প্রচার চালানো হচ্ছে।

তিনি বলেন, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের মহাপরিচালকের নির্দেশে রাজধানীর মিরপুরে বিভিন্ন বাজারে প্রচারমূলক কার্যক্রম পরিচালনা করা হয়। 

আব্দুল জব্বার আরো বলেন, নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যতালিকা যথাযথভাবে প্রদর্শন, তালিকায় প্রদর্শিত মূল্য অপেক্ষা অধিক দামে পণ্য বিক্রি না করাসহ সরকারি নির্দেশনা প্রতিপালনের জন্য ব্যবসায়ীদের প্রতি অনুরোধ জানানো হয়।