• মঙ্গলবার ২১ মে ২০২৪ ||

  • জ্যৈষ্ঠ ৭ ১৪৩১

  • || ১২ জ্বিলকদ ১৪৪৫

পিরোজপুর সংবাদ

হালদাপাড়ের ৭০ জেলে পরিবার পেল ‘ভালোবাসার থলে’

পিরোজপুর সংবাদ

প্রকাশিত: ৪ জুলাই ২০২০  

দেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজননক্ষেত্র হালদা নদী পাড়ের ৭০টি জেলে পরিবারের হাতে ‘ভালোবাসার থলে’ তুলে দিয়েছে উপজেলা প্রশাসন। শনিবার (৪ জুন) দুপুরে হালদা নদীর মা-মাছ এবং ডলফিন রক্ষায় সচেতনতা সৃষ্টির অংশ হিসেবে জনসচেতনতামূলক অনুষ্ঠানে এসব পণ্য তুলে দেয়া হয়।

এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা রুহুল আমিন চলতি বছরের মতো প্রতিটি বছরই যেন ডিম উৎপাদন হয় সেজন্য হালদা নদী পাহারা দেয়া এবং যত্ন করার আহ্বান জানান জেলেদের।

এর আগে করোনা মোকাবিলায় খাদ্যসহায়তার অংশ হিসেবে আজ হাটহাজারী উপজেলার ১০০ জন কিন্ডারগার্টেন শিক্ষকের হাতে ‘ভালোবাসার থলে’ তুলে দেয়া হয়। এর আগে ১০০ জন শিক্ষককে দেয়া হয়েছিল ‘ভালোবাসার থলে’।

‘ভালোবাসার থলেতে’ ছিল- চাল, ডাল, আটা ও তেল। উল্লেখ্য, এ পর্যন্ত প্রায় ৩ হাজার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষকে ‘ভালোবাসার থলে’ হস্তান্তর করেছে হাটহাজারী উপজেলা প্রশাসন।