• বৃহস্পতিবার ০২ মে ২০২৪ ||

  • বৈশাখ ১৮ ১৪৩১

  • || ২২ শাওয়াল ১৪৪৫

পিরোজপুর সংবাদ

বেশিরভাগ বাংলাদেশি শ্রমিক সৌদি আরব ফিরেছেন

পিরোজপুর সংবাদ

প্রকাশিত: ২৬ অক্টোবর ২০২০  

করোনা পরিস্থিতিতে বাংলাদেশে আটকে পড়া ৩১ হাজার ৩১৬ জন অভিবাসী বাংলাদেশি শ্রমিককে সৌদি আরবে নিয়ে গেছে বিমান বাংলাদেশ ও সৌদিয়া এয়ারলাইন্স।

বিমানের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মোকাব্বির হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, গত ২৩ সেপ্টেম্বর থেকে শুরু করে পরবর্তী ৩১ দিনের মধ্যে আটকে পরা ৩১ হাজার ৩১৬ জন অভিবাসী সৌদি আরব পৌঁছেছেন।

জানা গেছে, বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ও সৌদিয়া এয়ারলাইন্সে দেশে ফেরা বিশাল সংখ্যক যাত্রীদের সৌদি আরব নিয়ে যাওয়ার চাপে অন্য এয়ারলাইন্সে আসা যাত্রীদের বহন করা সম্ভব হচ্ছিল না। এতে করে অন্য এয়ারলাইন্সে করে ছুটিতে দেশে ফেরা অভিবাসী শ্রমিকদের সৌদি প্রত্যাবর্তন অনিশ্চিত হয়ে পড়ে।

মোকাব্বির হোসেন জানান, বিমান ও সৌদিয়া ছাড়া অন্যান্য এয়ারলাইন্সে যারা বাংলাদেশে এসেছিলেন, তাদের জন্য চলতি মাসের শেষদিকে চারটি বিশেষ ফ্লাইটের ব্যবস্থা করেছে বিমান।

তিনি বলেন, গত ২৩ সেপ্টেম্বর থেকে সৌদি আরবে নিয়মিত ফ্লাইট চালু করার পর থেকে প্রায় ৫৫ হাজার সৌদিগামী বাংলাদেশি শ্রমিক তাদের কর্মস্থলে ফিরে যাওয়ার অপেক্ষায় ছিলেন।

সৌদিয়া এয়ারলাইন্সের এক কর্মকর্তা জানান, বর্তমানে তাদের এয়ারলাইন্সে সৌদিগামী যাত্রীদের কোনো ভিড় নেই এবং তারা আশা করছেন যে নির্ধারিত সময়ের মধ্যে সব বাংলাদেশি অভিবাসী শ্রমিককে সৌদি আরব নিয়ে যেতে পারবেন।