• শুক্রবার ১৭ মে ২০২৪ ||

  • জ্যৈষ্ঠ ৩ ১৪৩১

  • || ০৮ জ্বিলকদ ১৪৪৫

পিরোজপুর সংবাদ
ব্রেকিং:
শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস আজ প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস আগামীকাল ন্যায়বিচার নিশ্চিত করতে বিচারকদের প্রতি আহ্বান রাষ্ট্রপতির আহতদের চিকিৎসায় আন্তর্জাতিক সংস্থাগুলোর ভূমিকা চান প্রধানমন্ত্রী টেকসই উন্নয়নের জন্য কার্যকর জনসংখ্যা ব্যবস্থাপনা চান প্রধানমন্ত্রী বিএনপি ক্ষমতায় এসে সব কমিউনিটি ক্লিনিক বন্ধ করে দেয় চমক রেখে বিশ্বকাপের দল ঘোষণা করল বাংলাদেশ শেখ হাসিনার তিন গুরুত্বপূর্ণ সফর: প্রস্তুতি নিচ্ছে পররাষ্ট্র মন্ত্রণালয় হজযাত্রীদের ভিসা অনুমোদনের সময় বাড়ানোর আহ্বান প্রধানমন্ত্রীর বাংলাদেশ এআইকে স্বাগত জানায় তবে অপব্যবহার রোধে পদক্ষেপ নিতে হবে

নৌযাত্রীসেবা বাড়াতে বেসরকারি বিনিয়োগের আহ্বান প্রতিমন্ত্রীর

পিরোজপুর সংবাদ

প্রকাশিত: ১০ নভেম্বর ২০২০  

সদরঘাটসহ নদীবন্দরগুলোর যাত্রীসেবা বাড়াতে বেসরকারি খাত থেকে বিনিয়োগের আহ্বান জানিয়েছেন নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী। তিনি জানান, এ খাতে বেসরকারি বিনিয়োগকে উৎসাহিত করতে সবধরনের সুযোগ-সুবিধা দেবে সরকার। মঙ্গলবার (১০ নভেম্বর) সদরঘাটে জাহাজযোগে ওয়াটার বাস সার্ভিস পরিচালনা ও যাত্রীসেবা কার্যক্রমে অংশ নিয়ে এসব কথা বলেন প্রতিমন্ত্রী।

খালিদ মাহমুদ চৌধুরী বলেন, ‘বেসরকারি যেসব উদ্যোক্তা আছেন, তাদেরও আমরা আহ্বান জানাচ্ছি যে, তারা যদি এখানে কোনো ধরনের বিনিয়োগ করতে চান, যাত্রীসেবার জন্য, এখানে যদি কেউ বিনিয়োগ করতে চান, তাহলে আমরা তাদের স্বাগত জানাব।’

সদরঘাটে ওয়াটার বাস এখানে নতুন করে চালু করার পরিকল্পনা আছে কি না- এমন আরেক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আমি তো বললাম, এটাকে নতুন করে আপগ্রেড করার জন্য চেষ্টা করছি। বেসরকারি খাতে যারা আছেন, তাদেরও আমরা উৎসাহিত করব। তারাও যদি এগিয়ে আসেন, আমরা তাদের স্বাগত জানাব।’

তিনি বলেন, ‘আমরা চাই, সর্বক্ষেত্রে বিনিয়োগ আসুক। যেমন দেখেন, আমাদের দূরপাল্লার যে লঞ্চ সার্ভিস, এখন কত বিলাসবহুল লঞ্চ আমাদের চলে এসেছে। একসময় স্টিমার ছিল আমাদের সবথেকে বিলাসবহুল। আজ স্টিমার থেকেও বিলাসবহুল যাত্রীসেবা হচ্ছে। এটা বেসরকারি উদ্যোগের কারণেই হয়েছে। আমরা চাই, বাংলাদেশের বেসরকারি পর্যায়ের যে বিনিয়োগ আরও বিস্তৃতি লাভ করুক। এ জন্য যে ধরনের সুযোগ-সুবিধা দেয়া দরকার, সরকারের পক্ষ থেকে দেয়া হবে।’