• সোমবার ২৯ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৬ ১৪৩১

  • || ১৯ শাওয়াল ১৪৪৫

পিরোজপুর সংবাদ

জামিন পাননি ই-অরেঞ্জের রাসেল

পিরোজপুর সংবাদ

প্রকাশিত: ১৮ অক্টোবর ২০২২  

প্রতারণা করে গ্রাহকের ১১শ কোটি টাকা আত্মসাতের মামলায় ই-কমার্স প্রতিষ্ঠান ই-অরেঞ্জের সাবেক চিফ অপারেটিং অফিসার (সিওও) নাজমুল আলম রাসেলকে জামিন দেননি হাইকোর্ট। মঙ্গলবার (১৮ অক্টোবর) বিচারপতি নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি খিজির হায়াতের দ্বৈত বেঞ্চ এ আদেশ দেন।

সোমবার (১৭ অক্টোবর) একই বেঞ্চ নাজমুলের অর্থ আত্মসাতের মামলার জামিন আবেদনের শুনানি শেষ হয়। পরে জামিন আদেশের জন্য আদালত মঙ্গলবার দিন ধার্য করেন।

গতবছর ৩ সেপ্টেম্বর ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শাহিনুর রহমান তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

২০০৭ সালে যাত্রা শুরু করা অনলাইন শপ ই-অরেঞ্জের বিরুদ্ধে গত বছরের জুলাই থেকে টাকা নিয়েও সময়মতো পণ্য সরবরাহ না করার অভিযোগ করেন গ্রাহকরা।

পণ্য ডেলিভারি ও অগ্রিম অর্থ ফেরত না দেয়ায় ই-অরেঞ্জের বিরুদ্ধে গ্রাহকদের ১ হাজার ১০০ কোটি টাকা আত্মসাতের অভিযোগে মামলা করা হয়।