• শুক্রবার ১৭ মে ২০২৪ ||

  • জ্যৈষ্ঠ ৩ ১৪৩১

  • || ০৮ জ্বিলকদ ১৪৪৫

পিরোজপুর সংবাদ
ব্রেকিং:
শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস আজ প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস আগামীকাল ন্যায়বিচার নিশ্চিত করতে বিচারকদের প্রতি আহ্বান রাষ্ট্রপতির আহতদের চিকিৎসায় আন্তর্জাতিক সংস্থাগুলোর ভূমিকা চান প্রধানমন্ত্রী টেকসই উন্নয়নের জন্য কার্যকর জনসংখ্যা ব্যবস্থাপনা চান প্রধানমন্ত্রী বিএনপি ক্ষমতায় এসে সব কমিউনিটি ক্লিনিক বন্ধ করে দেয় চমক রেখে বিশ্বকাপের দল ঘোষণা করল বাংলাদেশ শেখ হাসিনার তিন গুরুত্বপূর্ণ সফর: প্রস্তুতি নিচ্ছে পররাষ্ট্র মন্ত্রণালয় হজযাত্রীদের ভিসা অনুমোদনের সময় বাড়ানোর আহ্বান প্রধানমন্ত্রীর বাংলাদেশ এআইকে স্বাগত জানায় তবে অপব্যবহার রোধে পদক্ষেপ নিতে হবে

এনএসআই‘র ভুয়া ফিল্ড অফিসার আটক

পিরোজপুর সংবাদ

প্রকাশিত: ৫ জুলাই ২০২০  

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ পৌরসভায় চাঁদাবাজি করতে গিয়ে এনএসআই পরিচয় দেওয়া এক প্রতারককে আটক করেছে গোয়েন্দা সংস্থা। রোববার (০৫ জুলাই) দুপুরে শিবগঞ্জ পৌর মেয়রের কার্যালয় থেকে তাকে আটক করা হয়। আটক ভুয়া এনএসআই হলেন, জেলার গোমস্তাপুর উপজেলার বেনীচক এলাকার মৃত জোব্দুল হকের ছেলে জয়নুল আবেদিন (২৫)।

এনএসআই'র উপ-পরিচালক মোরশেদ আলম জানান, এনএসআই'র ফিল্ড অফিসার পরিচয় দিয়ে আটক জয়নুল রোববার দুপুর ১২টার দিকে শিবগঞ্জ পৌর মেয়রের কার্যালয়ে ঢুকে বিভিন্ন বিষয়ে কথা বলার একপর্যায়ে অর্থ দাবি করেন। এসময় কৌশলে পৌর মেয়র কারিবুল হক রাজিন সংশ্লিষ্ট বিভাগকে খবর দেন। পরে শিবগঞ্জ এলাকায় কর্মরত এনএসআই'র জুনিয়র ফিল্ড অফিসার ইমন হোসেন ঘটনাস্থলে গিয়ে ওই ভুয়া এনএসআইকে হাতেনাতে আটক করেন।

এরপর বিকেল ৩টার দিকে এনএসআই'র উপ-পরিচালক মোরশেদ আলম ঘটনাস্থল পরিদর্শন করেন। এসময় তিনি আটক জয়নুল আবেদিনের বিষয়ে আইননুগ ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন।