• সোমবার ২৯ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৬ ১৪৩১

  • || ১৯ শাওয়াল ১৪৪৫

পিরোজপুর সংবাদ

ভান্ডারিয়ায় বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ পালিত

পিরোজপুর সংবাদ

প্রকাশিত: ১ আগস্ট ২০১৯  

ভান্ডারিয়া প্রতিনিধিঃ
শিশুদের মাতৃদুগ্ধ পান করতে মাতা-পিতাকে উৎসাহিত করুণ’’ এই ম্লোগানকে সামনে রেখে পিরোজপুরের ভান্ডারিয়ায় বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ পালিত হয়েছে। মাতৃদুগ্ধপান শিশুদের পুষ্টি পুরণ এবং সম্মিলিত শারীরিক বৃদ্ধি ও বুদ্ধিমত্তার বিকাশ ঘটায়।

এ উপলক্ষে আজ বৃহস্পতিবার সকালে ভান্ডারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স  চত্বর থেকে একটি র‌্যালি বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে  স্বাস্থ্য কমপ্লেক্স এর হল রুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. এইচ.এম. জহিরুল ইসলাম এর  সভাপতিত্বে বক্তব্য রাখেন আবাসিক মেডিকেল অফিসার ডাঃ বেল্লাল হোসেন, উপজেলা স্যানেটারী ইন্সেপেক্টর আব্দুল আলিম, স্বাস্থ্য পরিদর্শক মোঃ ছিদ্দিকুর রহমান, এনজিও নতুন দিনের  ম্যানেজার  সাইয়েদুর রহমান প্রমুখ।

উপজেলায় সপ্তাহ ব্যাপী  শিশুদের মাতৃদুগ্ধ পানে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে  প্রতিটি ইউনিয়ন, পৌর শহরে স্বাস্থ্য কেন্দ্রে  ও কমিউনিটি ক্লিনিক সমূহে ৭ আগষ্ট পর্যন্ত  মায়েদের নিয়ে কাউন্সিলিং  সভা সহ বিভিন্ন কর্যক্রমের মধ্যে দিয়ে দিবসটি পালন করা হবে।