• বৃহস্পতিবার ০২ মে ২০২৪ ||

  • বৈশাখ ১৮ ১৪৩১

  • || ২২ শাওয়াল ১৪৪৫

পিরোজপুর সংবাদ

ভান্ডারিয়া মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের প্রতিষ্ঠাবার্ষিকী পালন

পিরোজপুর সংবাদ

প্রকাশিত: ২ জানুয়ারি ২০২০  

ভান্ডারিয়া প্রতিনিধিঃ মাদকে না বলি এই শ্লোলগানকে সামনে রেখে উপজেলা প্রশাসনের উদ্যেগে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ৩০তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে  আজ বৃহস্পতিবার সকালে ভান্ডারিয়া উপজেলা অডিটরিয়ামে এক সেমিনার অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার মো. নাজমুল আলমের সভাপতিত্বে সেমিনারে বক্তৃতা করেন উপজেলা ভাইস চেয়ারম্যান মো. মশিউর রহমান মৃধা, মহিলা ভাইস চেয়ারম্যান আসমা আক্তার, উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কর্মকর্তা ডা. এইচ এম জহিরুল ইসলাম, উপজেলা সহকারী কমিশনার ভূমি মো.তৌহিদুল ইসলাম প্রমূখ। উপজেলা নির্বাহী অফিসার মো. নাজমুল আলম বলেন মাদকের বিরুদ্ধে গনসচেতনতা  করতে হবে। এতে  এলাকার সকল শ্রেণী পেশার   মানুষে মাদকে ভয়াবহতা সম্পর্কে অবহিত করতে হবে।  এবং পুলিশ  প্রশাসকে  মাদকের    ক্রায়  বিক্রয়ের  বিরুদ্ধে  দৃষ্টি  রাখতে হবে।  আজ উপজেলার ১৬৩টি শিক্ষা  প্রতিষ্ঠানে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা বার্ষিকী পালন করার জন্য নির্দেশ প্রদান করা হয়।