• বুধবার ০১ মে ২০২৪ ||

  • বৈশাখ ১৭ ১৪৩১

  • || ২১ শাওয়াল ১৪৪৫

পিরোজপুর সংবাদ

মঠবাড়িয়ার বলেশ্বর নদীতে মা ইলিশ সংরক্ষণ অভিযান

পিরোজপুর সংবাদ

প্রকাশিত: ১৮ অক্টোবর ২০২০  

মঠবাড়িয়া প্রতিনিধিঃ ইলিশ প্রজনন মৌসুমে মা ইলিশ সংরক্ষণ অভিযানে উপজেলা নির্বাহী কর্মকর্তা ঊর্মী ভৌমিক এর সার্বিক তত্ত্বাবধানে, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা ও থানা পুলিশের  সহযোগিতায় বলেশ্বর নদীর সাংরাইল, কচুবাড়িয়া ও মাঝেরচর এলাকায় গত কাল ও আজ রোববার দুই দিনে মোবাইল কোর্টের মাধ্যমে  ৫ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল উদ্ধার ও বিষ প্রয়োগ করে মাছ নিধনের দায়ে একজনকে ২০০০ টাকা জরিমানা করা হয়েছে। এছাড়াও প্রায় ২০ কেজি মাছ জব্দ করা হয়েছে। জব্দকৃত মাছ এতিমখানায় বিতরণ করা হয়েছে।

মোবাইল কোর্ট পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আকাশ কুমার কুন্ড। উপজেলা মৎস কর্মকর্তা মোজাম্মেল হক জানান, ডিম ওয়ালা ইলিশ রক্ষায় বলেশ্বর নদীতে প্রতিদিন অভিযান অব্যাহত থাকবে। তিনি আরও জানান আবরোধ কালিন সময় জেলে প্রতি বিশ কেজি করে চাল দেয়া হবে।