• সোমবার ২৯ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৬ ১৪৩১

  • || ১৯ শাওয়াল ১৪৪৫

পিরোজপুর সংবাদ

মঠবাড়িয়ায় মা ইলিশ সংরক্ষণ অভিযান ১ হাজার মিটার কারেন্ট জাল জব্দ

পিরোজপুর সংবাদ

প্রকাশিত: ২৪ অক্টোবর ২০২০  

মঠবাড়িয়া প্রতিনিধিঃ প্রজনন মৌসুমে ডিম ওয়ালা ইলিশ রক্ষার কর্মসূচীর আওতায় বলেশ্বর নদীতে আজ শনিবার বড়মাছুয়া থেকে তুষখালী এলাকায় উপজেলা মৎস্য অধিদপ্তর অভিযান চালিয়ে ১ হাজার মিটার নিষিদ্ধ কারেন্টজাল জব্দ করেছে। জব্দকৃত জাল বলেশ্বর নদীর তীরবর্তী এলাকায় পুড়িয়ে ফেলা  হয়। ওই জব্দকৃত জালের মূল্য ২০ হাজার টাকা।

অভিযানে  উপস্থিত ছিলেন, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মোজাম্মেল হক, এস আই হমায়ূন কবির, মৎস কর্মকর্তা মোস্তাফিজুর রহমান ও ফিল্ট এসিস্টান্ট ইসমাইল হোসেন।

উপজেলা মৎস্য কর্মকর্তা মোজাম্মেল হক জানান, বলেশ্বর নদীর বড়মাছুয়া থেকে তুষখালী পর্যন্ত আজ শনিবার দিনভর অভিযান চালান হয়। তবে এ অভিযান আগামী ৪ নভেম্বর পর্যন্ত ডিমওয়ালা ইলিশ রক্ষায় অব্যাহত থাকবে। তিনি আরও বলেন এই সময় মা ইলিশ রক্ষার জন্য জেলে প্রতি ২০ কেজি চাল দেয়া হবে।