• বুধবার ০১ মে ২০২৪ ||

  • বৈশাখ ১৮ ১৪৩১

  • || ২১ শাওয়াল ১৪৪৫

পিরোজপুর সংবাদ

মঠবাড়িয়া পৌর শহরে সড়ক বাতি ও আধুনিক ডাস্টবিন স্থাপন

পিরোজপুর সংবাদ

প্রকাশিত: ১ এপ্রিল ২০২১  

মঠবাড়িয়া প্রতিনিধি: পিরোজপুরের মঠবাড়িয়া পৌরবাসি ও শহরে আগত লোকজনের সুবিধার্থে পৌর শহরের ৯ টি ওয়ার্ডে ১৫৫ টি সোলার সড়ক বাতি ও ২৬১টি আধুনিক ডাস্টবিন বসানো হয়েছে। গুরুপ্তপূর্ণ স্থানে সোলার সড়ক বাতি স্থাপনের ফলে রাতে শহরে মানুষ নির্ভয়ে ও স্বাচ্ছন্দে চলাচল করতে পারছে। এছাড়া আধুনিক ঝুলান্ত  ডাস্টবিন স্থাপন করার ফলে বাসা বাড়ির লোকজন নিদর্িৃষ্টস্থানে ময়লা আবর্জনা ফেলতে পারছে। আর সে কারনেই শহর পরিস্কার পরিচ্ছন রয়েছে।

জানা গেছে, জলবায়ূ ট্রাস্ট ফান্ড (সিসিটিএফ) প্রকল্পের আওতায় চলতি অর্থ বছরে ৩ কোটি টাকা ব্যয়ে পৌর শহরের ৯ টি ওয়ার্ডের গুরুপ্তপূর্ণ স্থানে ১৫৫ টি সোলার সড়ক বাতি ও ২৬১টি আধুনিক ডাস্টবিন বসানো হয়েছে। এ সকল কাজ বাস্তবায়ন করেছে পৌরসভা। এ কাজ বাস্তবায়নে নগর সুবিধা আরও এক ধাপ বৃদ্ধি পেয়েছে।

বস্তি উন্নয়ন কর্মকর্তা বলরাম ঘোষ বলেন, শহরের গুরুপ্তপূর্ণ স্থানে ২৬১টি আধুনিক ডাস্টবিন বসানোর ফলে বাসা বাড়ির লোকজন নির্দিষ্ট স্থানে ময়লা আবর্জনা ফেলতে পারছে। পরিচ্ছন্ন কর্মিরাও নির্ধারিত স্থান থেকে ময়লা সংগ্রহ করে অপসারণ করতে পারছে।

মঠবাড়িয়া পৌর মেয়র ও উপজেলা আ‘লীগ সভাপতি আলহাজ্ব মো. রফিউদ্দিন আহম্মেদ ফেরদৌস বলেন, মুজিব শতবর্ষে মাননীয় প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি “গ্রাম হবে শহর” এ শ্লোগানের ধারাবাহিকতায় নগর উন্নয়নে সরকারের জলবায়ূ ট্রাস্ট ফান্ড (সিসিটিএফ) প্রকল্পের আওতায় চলতি অর্থ বছরে ৩ কোটি টাকা ব্যয়ে পৗর শহরের ৯ টি ওয়ার্ডের গুরুপ্তপূর্ণ স্থানে ১৫৫ টি সোলার সড়ক বাতি ও ২৬১টি আধুনিক ডাস্টবিন বসানো হয়েছে। এ কাজ বাস্তবায়নে নগর সুবিধা আরও এক ধাপ বৃদ্ধি পেয়েছে।