• বুধবার ০১ মে ২০২৪ ||

  • বৈশাখ ১৮ ১৪৩১

  • || ২১ শাওয়াল ১৪৪৫

পিরোজপুর সংবাদ

সর্বোচ্চ ৭০টি আসন ছাড়বে আওয়ামী লীগ: কাদের

পিরোজপুর সংবাদ

প্রকাশিত: ২৪ নভেম্বর ২০১৮  

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের শরিকরা ৭০টির বেশি আসন পাচ্ছে না বলে জানিয়েছেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

শনিবার রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউস্থ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে ১৪ দলীয় জোট ও মহাজোট নেতাদের সঙ্গে বৈঠক শেষে সেতুমন্ত্রী এ কথা বলেন।

তিনি বলেন, এখন আসন ভাগভাগির বিষয়টি আলাপ-আলোচনার পর্যায়ে আছে। শরিকদের সঙ্গে আলোচনা শেষ পর্যায়ে, কাল-পরশু মনোনয়ন ঘোষণা করা হবে।

কাদের বলেন, আমরা ইন্টার্নাল আলোচনা করছি। ১৪ দল ও জাতীয় পার্টিসহ অন্যান্য শরিক দলের সঙ্গেও আমরা কথা বলেছি।

এ সময় জাতীয় পার্টিকে কয়টি আসন দেয়া হচ্ছে- এ বিষয়ে জানতে চাইলে তা এখনো পরিষ্কার নয় বলে জানান কাদের।

শরিকদেরকে জন্য কতটি আসন দেয়া হতে পারে- এমন প্রশ্নে দলের সাধারণ সম্পাদক বলেন, ৬৫-৭০টির বেশি আসন দেয়া হচ্ছে না।

এদিকে মহাজোটের সঙ্গে আসন বণ্টন বিষয়ে জাতীয় পার্টির মহাসচিব রুহুল আমিন হাওলাদার বলেন, আমরা যেসব আসন চাই, সেগুলো নিয়ে আলোচনা চলছে। প্রকৃতপক্ষে আমরা লক্ষ্যে পৌঁছানোর জন্য নির্ভুল পথে চলতে চাই। এখানে আবেগের সুযোগ নেই।

এর আগে শনিবার সকালে একাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে জোট-মহাজোট নেতাদের সঙ্গে বৈঠক করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। প্রথমে ওবায়দুল কাদেরের সঙ্গে বৈঠকে বসেন জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সভাপতি হাসানুল হক ইনু ও সাধারণ সম্পাদক শিরীন আকতার। এরপর বৈঠকে বসেন রাশেদ খান মেননের ওয়ার্কার্স পার্টি।

ওয়াকার্স পার্টির সঙ্গে বৈঠক শেষে জাতীয় পার্টির সঙ্গে বৈঠক করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।