• শনিবার ২৭ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৪ ১৪৩১

  • || ১৭ শাওয়াল ১৪৪৫

পিরোজপুর সংবাদ

ঢাকায় ফিফা সভাপতি

পিরোজপুর সংবাদ

প্রকাশিত: ১৬ অক্টোবর ২০১৯  

 

 বৈশ্বিক সফরের অংশ হিসেবে আজ রাতে ঢাকায় আসছেন ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো। মঙ্গোলিয়া থেকে বিশেষ বিমান নিয়ে রাত ১টা ৫০ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সফরসঙ্গীদের নিয়ে তার পৌঁছানোর কথা। ফিফা সভাপতি তার এই সংক্ষিপ্ত সফরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন। কাল সকাল সাড়ে ১০টায় প্রধানমন্ত্রীর কার্যালয়ে হবে এই বিশেষ সাক্ষাৎ। সৌজন্য সাক্ষাৎ শেষে সফরসঙ্গীদের নিয়ে মতিঝিলে বাফুফে ভবনে যাবেন ফিফা সভাপতি। বিশ্ব ফুটবলের অভিভাবকের সম্মানে মানপত্র পাঠ করা হবে বলে জানিয়েছেন বাফুফে সদস্য হারুন উর রশিদ। বাফুফে কর্মকর্তাদের সঙ্গে একটি সভা আছে জিয়ান্নির। বাংলাদেশের ফুটবলের হালচাল জানা ছাড়াও বাফুফের কার্যক্রম সম্পর্কে জানানো হতে পারে। তবে এই সভায় ফিফার কাছে কিছু দাবি-দাওয়া তুলে ধরা হতে পারে। আবার জিয়ান্নি নিজে থেকেও কোনো ঘোষণা দিতে পারেন।

ব্যস্ত সূচিতে দুপুর ২টা ২০ মিনিটে জিয়ান্নির সংবাদ সম্মেলন হবে সোনারগাঁও হোটেলে। যেখানে জাতীয় ও আন্তর্জাতিক সংবাদমাধ্যমের রিপোর্টাররা অংশগ্রহণ করবেন। বিকেল ৫টায় হোটেল থেকে বিমানবন্দরের উদ্দেশে রওনা হবেন তিনি। সন্ধ্যা ৭টায় সফরসঙ্গীদের নিয়ে বাংলাদেশ ছাড়বেন জিয়ান্নি।