• শনিবার ২৭ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৪ ১৪৩১

  • || ১৭ শাওয়াল ১৪৪৫

পিরোজপুর সংবাদ

বিএনপির ভোট করার অভ্যাস নেই: আইনমন্ত্রী

পিরোজপুর সংবাদ

প্রকাশিত: ২৬ জানুয়ারি ২০২০  

বিএনপির ভোট করার অভ্যাস নেই, ভোটারবিহীন নির্বাচন করে তাই তারা ভোটার তালিকা হালনাগাদের বিরোধিতা করছে। 

রোববার (২৬ জানুয়ারি) জাতীয় সংসদে ‘ভোটার তালিকা (সংশোধন) আইন-২০২০’ পাসের জন্য উত্থাপিত বিলে বিএনপির সংসদ সদস্যের বক্তব্যের পর আইনমন্ত্রী আনিসুল হক এসব কথা বলেন। 

বিএনপির দুই সংসদ সদস্য বিলের ওপর আলোচনা অংশ নিয়ে বিএনপির সংসদ সদস্যরা (এমপি) বলেন, ভোটার তালিকা করার প্রয়োজন নেই। রাতে যেখানে ভোট হয়, সেখানে ভোটার তালিকা করার প্রয়োজন কী?

বিএনপির দুই এমপির বক্তব্যের প্রসঙ্গ তুলে ধরে আইনমন্ত্রী আনিসুল হক বলেন, বিরোধী দলের সংসদ সদস্য যা বলেছেন আমি এতে আশ্চর্য হইনি। একদম আশ্চর্য হইনি। উনাদের (বিএনপি) তো ভোট করার অভ্যাস নাই।


‘উনারা ভোটারবিহীন নির্বাচন করেন, তাতেও খুশি না। উনারা করলেন, এককোটি ২৩ লাখ ভুয়া ভোটার। তারা তো এই কথা বলবেন-ই। তারা ভুয়া ভোটারেও সন্তুষ্ট না। উনারা ১৯৯৬ সালের ১৫ ফেব্রুয়ারি ভোটার ছাড়া নির্বাচন করলেন। খুনিদের ওইখানে বসান। এই হচ্ছে ওনাদের নিয়ম কানুন।’

আইনমন্ত্রী বলেন, তারা বঙ্গবন্ধুর খুনিদের সংসদে বসান। এই হচ্ছে ওনাদের আইন কানুন। উনারা আইনের দীক্ষা দিচ্ছেন। এজন্য উনাদের ধন্যবাদ দিই। তবে আমরা জনগণের কথা বলি। স্বার্থ দেখি। ১৯৮২ সাল থেকে শুরু হয়েছে এই আইনটা ২০০০ সালে অর্ডিন্যান্সের মাধ্যমে। আমরা আইনে প্রণয়ন করছি। 

‘আপনারা (বিএনপি সংসদ সদস্য) ভাঙা রেকর্ডারের মতো পুরনো কথা বলেন। তারা তো অ্যানালগ, ডিজিটাল না।’