• বৃহস্পতিবার ০২ মে ২০২৪ ||

  • বৈশাখ ১৮ ১৪৩১

  • || ২২ শাওয়াল ১৪৪৫

পিরোজপুর সংবাদ

মঠবাড়িয়ায় দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ঢেউটিন ও অর্থ বিতরণ

পিরোজপুর সংবাদ

প্রকাশিত: ২০ ফেব্রুয়ারি ২০২০  

মঠবাড়িয়া প্রতিনিধিঃ
পিরোজপুরের মঠবাড়িয়ায় ত্রাণ ও দুর্যোগ মন্ত্রণালয়ের অধিনে উপজেলা প্রশাসনের উদ্যোগে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত দরিদ্র মানুষের মাঝে ঢেউটিন ও নগদ অর্থ বিতরণ করা হয়েছে। 

বৃহস্পতিবার বিকালে উপজেলা পরিষদ চত্বরে উপজেলা নির্বাহিী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) রিপন বিশ্বাস ও উপজেলা চেয়ারম্যান রিয়াজ উদ্দিন আহম্মেদ যৌথভাবে এ বিতরণ করেন। এতে ৩৮ পরিবার প্রতি দুই বান করে ঢেউটিন ও নির্মাণ সহায়তা বাবদ তিনহাজার টাকার চেক প্রদান করা হয়।

এসময় উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মিলন তালুকদার, সাংবাদিক দেবদাস মজুমদার ও রফিকুজ্জামান আবীর উপস্থিত ছিলেন।

উপজেলা প্রশাসন সূত্রে জানাগেছে, সাম্প্রতিক প্রকৃতিক দুর্যোগে গৃহ বিপন্ন ৭৫ টি দরিদ্র পরিবারে পর্যায়ক্রমে এ ঢেউটিন ও গৃহ নির্মাণ সহায়তা বাবদ অর্থ বিতরণ করা হবে।