• বৃহস্পতিবার ০২ মে ২০২৪ ||

  • বৈশাখ ১৮ ১৪৩১

  • || ২২ শাওয়াল ১৪৪৫

পিরোজপুর সংবাদ

‘স্ত্রী খুন’, আবারো আলোচনায় নির্মাতা ফাহমি

পিরোজপুর সংবাদ

প্রকাশিত: ২০ জানুয়ারি ২০২০  

অনেকদিন ধরে মিডিয়ায় দেখা না গেলেও ফের আলোচনায় এলেন ফাহমি। তবে এবার নির্মাতা হিসেবে নয়। সরাসরি পর্দার অভিনেতা হিসেবে কাজ করলেন তিনি।

ওয়াসিম সিতার নির্মিত হারেস নামের ওয়েব সিরিজে এবার অভিনয় করেছেন তিনি। স্ত্রী খুনের দায়ে পাঁচ বছর জেল খেটে বের হওয়া এক ব্যক্তির চরিত্রে সিরিজটিতে দেখা যাবে ফাহমিকে। একজন কারাভোগী ব্যক্তিকে সমাজ কীভাবে নিচ্ছে তা নিয়েই গল্পের কাহিনী।

এ প্রসঙ্গে পরিচালক ওয়াসিম সিতার জানান, ছবিটি পুরোপুরি থ্রিলার ধাঁচের। এখানে একজনের গল্প উঠে এসেছে। ইতিমধ্যে ছবিটি অনেক আলোচনার সূত্রপাত করেছে। বিশেষ করে প্রধান চরিত্র ফাহমি'র অভিনয় দেখতে অনেকেই উৎসুক।

ইফতেখার আহমেদ ফাহমি ছাড়াও এতে আরো অভিনয় করেছেন অর্ষা, হিন্দোল রায়, নাসির উদ্দিন খান, আনোয়ার, শাহ মীর প্রমুখ। ছয় পর্বের ওয়েব সিরিজ এটি। প্রতি পর্বের ব্যাপ্তি ১৫-২০ মিনিট।

উল্লেখ্য, বছর মডেল ও অভিনেত্রী রাফিয়াত মিথিলার সঙ্গে অন্তরঙ্গ ছবি প্রকাশ হয়ে পড়ায় আলোচনায় আসেন নির্মাতা ইফতেখার আহমেদ ফাহমি। এরপর অনেকদিন পর কোনো কাজের সঙ্গে সম্পৃক্ত হলেন তিনি।