• শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৩ ১৪৩১

  • || ১৬ শাওয়াল ১৪৪৫

পিরোজপুর সংবাদ

মহাত্মা গান্ধীর দেহভস্ম চুরি

পিরোজপুর সংবাদ

প্রকাশিত: ৫ অক্টোবর ২০১৯  

১৫০তম জন্মদিনে ভারতের জাতির জনক মহাত্মা গান্ধীর দেহভস্ম চুরির ঘটনা ঘটেছে। ১৯৪৮ সালে গান্ধী নিহত হওয়ার পর তার দেহভস্ম যে স্মৃতিসৌধে রাখা ছিলো সেখানে এই চুরির ঘটনা ঘটেছে বলে জানিয়েছে পুলিশ।

মধ্যপ্রদেশের রেওয়া এলাকায় স্মৃতিসৌধে থাকা গান্ধীর ছবির পাশে চোরেরা ‘বিশ্বাসঘাতক’ শব্দটিও লিখে রেখে গেছে।

হিন্দু ধর্মাবলম্বী হওয়া সত্ত্বেও হিন্দু-মুসলিম ঐক্যের চেষ্টা করেছিলেন গান্দী। এ কারণে কিছু হিন্দু উগ্রপন্থি গান্ধীকে বিশ্বাসঘাতক হিসেবে বিবেচনা করে।

বাপু ভবন স্মৃতিসৌধের কেয়ারটেকার মঙ্গলদিপ তিওয়ারি বলেন, ‘আমি ভোরে ভবনের দরজা খুলে দিয়েছিলাম। কারণ সেদিন ছিলো গান্ধীর জন্মদিন।  রাত ১১ টায় আমি ফেরার পর দেখলাম গান্ধীর দেহভস্ম নেই এবং তার পোস্টার বিকৃত করা হয়েছে।’

স্থানীয় কংগ্রেস নেতা গুরমিত সিং অভিযোগ করার পর পুলিশ এটি মামলা হিসেবে গ্রহণ করেছে।

গুরমিত সিং বলেন, ‘এই পাগলামি বন্ধ করতে হবে। আমি রেওয়া পুলিশকে বাপু ভবনের ভেতরে থাকা সিসিটিভি ক্যামেরার ফুটেজ পরীক্ষা করে দেখার আহ্বান জানাচ্ছি।’