• শনিবার ০৪ মে ২০২৪ ||

  • বৈশাখ ২১ ১৪৩১

  • || ২৪ শাওয়াল ১৪৪৫

পিরোজপুর সংবাদ

৩ শতাংশের বেশি শেয়ার দর কমতে পারবে না

পিরোজপুর সংবাদ

প্রকাশিত: ২৫ এপ্রিল ২০২৪  

পুঁজিবাজারের টানা দরপতন রোধে শেয়ার দর কমার নতুন সীমা বেঁধে দিয়েছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। এক্ষেত্রে যেসব শেয়ারের উপর ফ্লোর প্রাইস রয়েছে সেগুলো বাদে বাকী সব শেয়ারের দর সর্বোচ্চ ৩ শতাংশ পর্যন্ত কমতে পারবে। আগামীকাল বৃহস্পতিবার থেকে এ নির্দেশনা কার্যকর হবে।

বুধবার বিএসইসির চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলাম স্বাক্ষরিত এ সংক্রান্ত একটি আদেশ জারি করা হয়েছে।

এ বিষয়ে জানতে চাইলে বিএসইসির নির্বাহী পরিচালক ও মুখপাত্র মোহাম্মদ রেজাউল করিম বলেন, ‘অস্বাভাবিক লেনদেন রোধে এবং বিনিয়োগকারীদের স্বার্থরক্ষা ও পুঁজিবাজারের উন্নয়নে কমিশন এ সিদ্ধান্ত নিয়েছে।’