• শনিবার ২৭ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৩ ১৪৩১

  • || ১৭ শাওয়াল ১৪৪৫

পিরোজপুর সংবাদ

পাকা আমের মধুর রসে

আম পনির শাশলিক

পিরোজপুর সংবাদ

প্রকাশিত: ৭ জুন ২০২২  

উপকরণ:

পাকা আম কিউব করে কাটা ২৫ পিস, পনির টুকরা করে কাটা ২৫ পিস, টমেটো ৩টি, পেঁয়াজ কুচি আধা কাপ, দই আধা কাপ, মরিচ গুঁড়া আধা চামচ, আদা-রসুন বাটা ৩-৪ চামচ, কাবাব মসলা আধা চামচ, অলিভ অয়েল ২ টেবিল চামচ, লবণ পরিমাণমতো, মাখন ভাজার জন্য।

 

যেভাবে তৈরি করবেন:

 

১.  প্রথমে সব মসলা ও অলিভ অয়েল একসঙ্গে মিশিয়ে পাকা আম, টমেটো, পেঁয়াজ এবং পনির ৩ মিনিট মেরিনেড করে রাখুন।

২.  এরপর এই শাশলিক কাঠিতে পছন্দমতো সাজিয়ে নিন।

৩.  এবার প্যানে সামান্য মাখন দিয়ে কাঠিগুলো ঘুরিয়ে ঘুরিয়ে ভেজে নিন।

৪.   হয়ে এলে নামিয়ে পরিবেশন করুন।