• শনিবার ২৭ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৩ ১৪৩১

  • || ১৭ শাওয়াল ১৪৪৫

পিরোজপুর সংবাদ

পিরোজপুরে এ্যাপসের মাধ্যমে সরকারের বোরো ধান সংগ্রহ শুরু

পিরোজপুর সংবাদ

প্রকাশিত: ৬ মে ২০২১  

পিরোজপুর প্রতিনিধিঃ পিরোজপুরে সরাসরি কৃষকের কাছ থেকে মোবাইল এ্যাপসের মাধ্যমে সরকার নির্ধারিত মূল্যে বোরো-ধান ২০২১ সংগ্রহ অভিযান শুরু হয়েছে। বুধবার এক সংক্ষিপ্ত অনুষ্ঠানের মাধ্যমে উদ্বোধন করেন জেলা প্রশাসক আবু আলী মোঃ সাজ্জাদ হোসেন। জেলা খাদ্য নিয়ন্ত্রক এস কে মশিয়ার রহমানের সভাপতিত্বে এসময় উপজেলা চেয়ারম্যান মুজিবুর রহমান খালেক, জেলা কৃষি সম্প্রসারন বিভাগের উপ পরিচালক চিন্ময় রায়, উপজেলা নির্বাহী কর্মকর্তা বশির আহমেদ ও সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

জেলা খাদ্য নিযন্ত্রক জানান, এ বছর পিরোজপুর জেলার ৭টি উপজেলার ৫টি খাদ্য সংগ্রহ কেন্দ্র থেকে সরকার নির্ধারিত ২৭ টাকা কেজি দরে ৪ হাজার ৮শ’ ৮৪ মেঃটঃ ধান সংগ্রহের লক্ষমাত্রা ধরা হয়েছে। অপরদিকে, মিলারদের কাছ থেকে ৩ হাজার ৩শ’ ৩২ মেঃটঃ চাল ক্রয় করার লক্ষমাত্রা নির্ধারন করা হয়েছে। উল্লেখ্য, ধান ও চাল সংগ্রহ/ক্রয় অভিযান চলবে আগামী ১৬ আগস্ট পর্যন্ত।