• সোমবার ২০ মে ২০২৪ ||

  • জ্যৈষ্ঠ ৬ ১৪৩১

  • || ১১ জ্বিলকদ ১৪৪৫

পিরোজপুর সংবাদ
ব্রেকিং:
সকল ক্ষেত্রে সঠিক পরিমাপ নিশ্চিত করার আহ্বান রাষ্ট্রপতির ওজন ও পরিমাপ নিশ্চিতে কাজ করছে বিএসটিআই: প্রধানমন্ত্রী চাকরির পেছনে না ছুটে যুবকদের উদ্যোক্তা হওয়ার আহ্বান ‘সামান্য কেমিক্যালের পয়সা বাঁচাতে দেশের সর্বনাশ করবেন না’ যত ষড়যন্ত্র হোক, আ.লীগ সংবিধানের বাইরে যাবে না: ওবায়দুল কাদের শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস আজ প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস আগামীকাল ন্যায়বিচার নিশ্চিত করতে বিচারকদের প্রতি আহ্বান রাষ্ট্রপতির আহতদের চিকিৎসায় আন্তর্জাতিক সংস্থাগুলোর ভূমিকা চান প্রধানমন্ত্রী টেকসই উন্নয়নের জন্য কার্যকর জনসংখ্যা ব্যবস্থাপনা চান প্রধানমন্ত্রী

দেশে সাড়ে ১১ লাখ টন খাদ্য মজুত আছে : খাদ্যমন্ত্রী

পিরোজপুর সংবাদ

প্রকাশিত: ৯ মে ২০২৪  

খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার বলেছেন, দেশে সরকারি খাদ্য গুদামে সর্বমোট ১১ লাখ ৩৮ হাজার ৪৬৩ টন খাদ্যশস্য মজুত আছে।

বুধবার (৮ মে) জাতীয় সংসদের অধিবেশনে নোয়াখালী-২ আসনের সংসদ সদস্য মোরশেদ আলমের লিখিত প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান।

সংসদে খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার বলেন, সরকারি খাদ্য গুদামে সর্বমোট ১১ লাখ ৩৮ হাজার ৪৬৩ মেট্রিক টন খাদ্যশস্য মজুত আছে। মজুতকৃত খাদ্যশস্যের মধ্যে ৭ লাখ ৮৬ হাজার ৩৭৯ টন চাল ও ৩ লাখ ৫২ হাজার ৮৪ টন গম আছে। এর মধ্যে বর্তমানে ধানের কোনো মজুত নেই। চলতি মাস থেকে ধান সংগ্রহের কাজ চলমান রয়েছে। বোরো ধান ও চাল সংগ্রহ পুরোদমে শুরু হলে মজুতের সংখ্যা দ্রুত বৃদ্ধি পাবে।

চট্টগ্রাম বিভাগের খাদ্য গুদামে বেশি খাদ্য মজুত রয়েছে। মন্ত্রণালয়ের হিসেব মতে, চট্টগ্রাম বিভাগে খাদ্য মজুত রয়েছে, ২ লাখ ৫৮ হাজার ৯৫১ টন। ঢাকা বিভাগে রয়েছে ১ লাখ ৭৬ হাজার ৫৭ টন, ময়মনসিংহ বিভাগে রয়েছে ৬৮ হাজার ৬৭০ টন, রাজশাহী বিভাগে রয়েছে ১ লাখ ৮১ হাজার ৮৮ টন, রংপুর বিভাগে রয়েছে ২ লাখ ৭ হাজার ৯৩৫ টন, সিলেটে ৫০ হাজার ৬২১ টন, খুলনায় ১ লাখ ৫৩ হাজার ৬৬৭  টন ও বরিশাল বিভাগে মজুত রয়েছে ৪১ হাজার ৪৭৪ টন।