• মঙ্গলবার ৩০ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৬ ১৪৩১

  • || ২০ শাওয়াল ১৪৪৫

পিরোজপুর সংবাদ

পলাতক বুদ্ধিজীবী হত্যাকারীদের বিচারের মুখোমুখি করা হবে

পিরোজপুর সংবাদ

প্রকাশিত: ১৪ ডিসেম্বর ২০১৯  

ধর্ম প্রতিমন্ত্রী শেখ মোহাম্মদ আবদুল্লাহ বলেছেন, ‘দেশের বাইরে পালিয়ে থাকা বুদ্ধিজীবী হত্যাকারীদের এনে বিচারের মুখোমুখি করা হবে। একই সঙ্গে পালিয়ে থাকা রাজাকার, আলবদর ও অন্য যুদ্ধাপরাধীদেরও বিচার করা হবে।’

শনিবার (১৪ ডিসেম্বর) দুপুরে শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন শেষে একথা বলেন তিনি।  

শ্রদ্ধা নিবেদনের সময় জেলা আওয়ামী লীগের সভাপতি এমদাদুল হক চৌধুরী, সহ-সভাপতি শেখ রুহুল আমীন, প্রচার সম্পাদক বদরুল আলম বদর, টুঙ্গিপাড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি ইলিয়াস হোসেন, সাধারণ সম্পাদক আবুল বশার খায়ের, সাবেক উপজেলা চেয়ারম্যান গাজী গোলাম মোস্তফা, পৌর আওয়ামী লীগের সভাপতি শেখ তোজাম্মেল হক টুটুল, টুঙ্গিপাড়া উপজেলা যুবলীগের সাধারণ এমদাদুল হক বিশ্বাসসহ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।