• শনিবার ১৮ মে ২০২৪ ||

  • জ্যৈষ্ঠ ৪ ১৪৩১

  • || ০৯ জ্বিলকদ ১৪৪৫

পিরোজপুর সংবাদ
ব্রেকিং:
যত ষড়যন্ত্র হোক, আ.লীগ সংবিধানের বাইরে যাবে না: ওবায়দুল কাদের শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস আজ প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস আগামীকাল ন্যায়বিচার নিশ্চিত করতে বিচারকদের প্রতি আহ্বান রাষ্ট্রপতির আহতদের চিকিৎসায় আন্তর্জাতিক সংস্থাগুলোর ভূমিকা চান প্রধানমন্ত্রী টেকসই উন্নয়নের জন্য কার্যকর জনসংখ্যা ব্যবস্থাপনা চান প্রধানমন্ত্রী বিএনপি ক্ষমতায় এসে সব কমিউনিটি ক্লিনিক বন্ধ করে দেয় চমক রেখে বিশ্বকাপের দল ঘোষণা করল বাংলাদেশ শেখ হাসিনার তিন গুরুত্বপূর্ণ সফর: প্রস্তুতি নিচ্ছে পররাষ্ট্র মন্ত্রণালয় হজযাত্রীদের ভিসা অনুমোদনের সময় বাড়ানোর আহ্বান প্রধানমন্ত্রীর

মাদারীপুরে পৃথকস্থানে হিটস্ট্রোকে দুইজনের মৃত্যু

পিরোজপুর সংবাদ

প্রকাশিত: ২৯ এপ্রিল ২০২৪  

মাদারীপুরে পৃথকভাবে পৃথকস্থানে হিটস্ট্রোকে শাহাদাত সরদার (৫২) ও মোসলেম ঘরামী(৫৮) নামে দুইজনের মৃত্যু হয়েছে। রোববার সকালে  মারা যান ব্যবসায়ী শাহাদাৎ সরদার (৫২) ও দুপুরে মারা যান কৃষক মোসলেম ঘরামী (৫৮)। নিহত শাহাদাৎ সরদার কালকিনির পশ্চিম শিকারমঙ্গল গ্রামের মৃত সালাম সরদারের ছেলে, অপরদিকে মোসলেম ঘরামী ডাসার উপজেলার মৃত ইসলাম ঘরামীর ছেলে।

স্বজন ও স্থানীয়রা জানায়, সকালে কালকিনির পশ্চিম শিকারমঙ্গলের প্লাস্টিক কারাখানার ব্যবসায়ী শাহাদাৎ সরদার প্রচন্ড গরমে অসুস্থ হয়ে পড়ে সে। বাড়ির বাইরে তাকে বের করা হলে কিছুক্ষন পরে বুকে ব্যথা হলে ছটপট করে মৃত্যু হয় শাহাদাতের। অপরদিকে বাড়ির পাশে পাটের জমিতে কাজে যান ডাসার উপজেলার পূর্ব মাইজপাড়া গ্রামের কৃৃষক মোসলেম ঘরামী। কাজের ফাঁকে প্রচন্ড রোদে হিটস্ট্রোকে মৃত্যু হয় মোসলেমের। পরে দুপুরে পরিবারের লোকজন জমি থেকে উদ্ধার করে কৃষকের মরদেহ।

মাদারীপুর সিভিল সার্জন মো. মুনীর আহমেদ খান জানান, এই তীব্র গরমে সকলকেই ঠান্ডা ও ছায়ায় থাকা উচিত।  অতিরিক্ত তাপদাহে বিশেষ প্রয়োজন ছাড়া মাঠে কাজে বের না হওয়া উচিত যদি বের হতেই হয় তবে ছাতা ও পানি সঙ্গে রাখা উচিত।

মাদারীপুরের পুলিশ সুপার মাসুদ আলম বলেন, হিটস্ট্রোকে দুইজনের মৃত্যু হয়েছে বিষয়টি স্বজনরা জানিয়েছেন। বিষয়টি খুবই দুঃখজনক।