• মঙ্গলবার ৩০ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৬ ১৪৩১

  • || ২০ শাওয়াল ১৪৪৫

পিরোজপুর সংবাদ

বিদেশে ইলিশ রপ্তানির সুযোগ চান জেলেরা

পিরোজপুর সংবাদ

প্রকাশিত: ২৫ ফেব্রুয়ারি ২০২০  

সাগরে জেলেদের জালে ধরা পড়ছে ঝাঁকে ঝাঁকে ইলিশ। আর এই ইলিশে সয়লাব কক্সবাজার মৎস্য অবতরণ কেন্দ্র। শীত মৌসুমে সাগরে প্রচুর ইলিশ ধরা পড়ায় দারুণ খুশি জেলেরা। ব্যবসায়ীরা বলছেন, সরকারের নেয়া পদক্ষেপের কারণে এবার সাগরে প্রচুর মাছ পাওয়া যাচ্ছে। তাই মাছ রপ্তানি করার সুযোগ চান তারা।

সাগরে মাছ শিকার শেষে ঘাটে ফিরেছে ট্রলার। আর এই ট্রলারে ইলিশ নিয়ে ব্যস্ত জেলেরা। কেউ ঝুড়িতে ভরছেন ইলিশ আবার কেউ গুনছেন ইলিশ। এরপর ব্যবসায়ীদের কাছে সেই ইলিশ বিক্রি করছেন জেলেরা।

একজন বলেন, গত দুই তিন মাস ধরে সমুদ্রে শুধু ইলিশ মাছই ধরা পড়তেছে। অন্য জাতের মাছ অনেক কম। এক জেলে বলেন, প্রচুর পরিমাণে মাছ পাওয়ায়, আমরা সবাই মোটামুটি ভালো আছি। এ ফলে আমাদের পরিবার অনেক ভালো ভাবেই চলছে।

কক্সবাজার মৎস্য অবতরণ কেন্দ্রের দুটি পন্টুন। এখানে ইলিশ রাখার জায়গা না পেয়ে রাখা হয়েছে খোলা মাঠে। এ অবস্থা গত ৩ মাস ধরে। ব্যবসায়ীরা বলছেন, সরকারি নিষেধাজ্ঞার কারণে সাগরে বেড়েছে মাছের উৎপাদন। তাই বিদেশে ইলিশ রপ্তানি সুযোগ চান তারা।

একজন বলেন, সরকার দুই মাস মাছ ধরা বন্ধ করার কারণে, সমুদ্রে অনেক বেশি মাছ পাচ্ছি। আরেকজন বলেন, এই মাছ গুলো যদি দেশের বাইরে রপ্তানি হয়। তাহলে জেলেরা অনেক উপকৃত হবে। এবং প্রচুর পরিমাণে বৈদেশিক মুদ্রা অর্জন হবে।

মৎস্য অবতরণ কেন্দ্রের ব্যবস্থাপক জানালেন, মাছের সরবরাহ বাড়তে থাকায় দ্রুত নতুন একটি পন্টুন নির্মাণের পরিকল্পনা নেয়া হয়েছে।

কক্সবাজার মৎস্য অবতরণ কেন্দ্রে ব্যবস্থাপক মো. জাহিদুল ইসলাম বলেন, এক সাথে প্রচুর পরিমাণে বোট আসলে কিছুটা সমস্যা হয়। এখানে আমরা আলাদা ভাবে পল্টন নির্মাণের চেষ্টা করছি। এই মৎস্য অবতরণ কেন্দ্রে গত ২৩ দিনে এক হাজার মেট্রিক মাছ এসেছে। যার মধ্যে ইলিশ ৬শ মেট্রিক টন।