• মঙ্গলবার ২১ মে ২০২৪ ||

  • জ্যৈষ্ঠ ৭ ১৪৩১

  • || ১২ জ্বিলকদ ১৪৪৫

পিরোজপুর সংবাদ
ব্রেকিং:
ইরানের প্রেসিডেন্টের মৃত্যুতে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শোক সকল ক্ষেত্রে সঠিক পরিমাপ নিশ্চিত করার আহ্বান রাষ্ট্রপতির ওজন ও পরিমাপ নিশ্চিতে কাজ করছে বিএসটিআই: প্রধানমন্ত্রী চাকরির পেছনে না ছুটে যুবকদের উদ্যোক্তা হওয়ার আহ্বান ‘সামান্য কেমিক্যালের পয়সা বাঁচাতে দেশের সর্বনাশ করবেন না’ যত ষড়যন্ত্র হোক, আ.লীগ সংবিধানের বাইরে যাবে না: ওবায়দুল কাদের শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস আজ প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস আগামীকাল ন্যায়বিচার নিশ্চিত করতে বিচারকদের প্রতি আহ্বান রাষ্ট্রপতির আহতদের চিকিৎসায় আন্তর্জাতিক সংস্থাগুলোর ভূমিকা চান প্রধানমন্ত্রী

এবার নতুন করে ভোটার সংখ্যা বাড়লো ৫৫ লাখ ৭৯ হাজার

পিরোজপুর সংবাদ

প্রকাশিত: ২ মার্চ ২০২০  

ভোটার তালিকায় যুক্ত হয়েছেন দেশের ৫৫ লাখ ৭৯ হাজার ৩০ জন প্রাপ্তবয়স্ক নাগরিক। সব মিলিয়ে এখন দেশে মোট ভোটারের সংখ্যা দাঁড়ালো ১০ কোটি ৯৮ লাখ ১৯ হাজার ১১২ জনে। ইসির জাতীয় পরিচয় নিবন্ধন (এনআইডি) অনুবিভাগের  অপারেশন প্ল্যানিং অ্যান্ড কমিউনিকেশন অফিসার ইনচার্জ স্কোয়াড্রন লিডার কাজী আশিকুজ্জামান এ তথ্য জানান।

তিনি জানিয়েছেন, ২০১৮ সালের ৩০ ডিসেম্বর একাদশ জাতীয় সংসদ নির্বাচনের সময় ভোটার সংখ্যা ছিল ১০ কোটি ৪২ লাখ ৪০ হাজার ৮২ জন। এরপর ২০২০ সালের ২ মার্চ পর্যন্ত হালনাগাদ কার্যক্রমে ভোটার হয়েছেন ৫৫ লাখ ৭৯ হাজার ৩০ জন নাগরিক।
 

এর মধ্যে পুরুষ ভোটার ২৯ লাখ ৯ হাজার ৫৬১ জন আর ২৬ লাখ ৬৯ হাজার ১০৯ জন মহিলা ভোটার। এছাড়া তৃতীয় লিঙ্গের ভোটার হয়েছেন ৩৬০ জন। স্কোয়াড্রন লিডার কাজী আশিকুজ্জামান বলেন, তালিকায় ‍যুক্ত হওয়াদের মধ্যে পুরুষ ভোটার বৃদ্ধির হার ৫ দশমিক ১ শতাংশ ও নারী ভোটার বৃদ্ধির হার ৪ দশমিক ৭৮ শতাংশ।

সব মিলিয়ে এখন দেশে ভোটার সংখ্যা দাঁড়ালো ১০ কোটি ৯৮ লাখ ১৯ হাজার ১১২ জনে। এর মধ্যে পুরুষ ভোটার ৫ কোটি ৫৪ লাখ ৮২ হাজার ৫৩০ জন ও নারী ভোটার ৫ কোটি ৪৩ লাখ ৩৬ হাজার ২২২ জন এবং তৃতীয় লিঙ্গের রয়েছেন ৩৬০ জন ভোটার। প্রায় এক বছর ধরে ভোটার তালিকা হালনাগাদ শেষে ২ মার্চ সারাদেশে উপজেলাগুলোতে ভোটার তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন।