• মঙ্গলবার ২১ মে ২০২৪ ||

  • জ্যৈষ্ঠ ৭ ১৪৩১

  • || ১২ জ্বিলকদ ১৪৪৫

পিরোজপুর সংবাদ
ব্রেকিং:
ইরানের প্রেসিডেন্টের মৃত্যুতে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শোক সকল ক্ষেত্রে সঠিক পরিমাপ নিশ্চিত করার আহ্বান রাষ্ট্রপতির ওজন ও পরিমাপ নিশ্চিতে কাজ করছে বিএসটিআই: প্রধানমন্ত্রী চাকরির পেছনে না ছুটে যুবকদের উদ্যোক্তা হওয়ার আহ্বান ‘সামান্য কেমিক্যালের পয়সা বাঁচাতে দেশের সর্বনাশ করবেন না’ যত ষড়যন্ত্র হোক, আ.লীগ সংবিধানের বাইরে যাবে না: ওবায়দুল কাদের শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস আজ প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস আগামীকাল ন্যায়বিচার নিশ্চিত করতে বিচারকদের প্রতি আহ্বান রাষ্ট্রপতির আহতদের চিকিৎসায় আন্তর্জাতিক সংস্থাগুলোর ভূমিকা চান প্রধানমন্ত্রী

দেশের উন্নয়নে সহযোগিতা করছে জাপান

পিরোজপুর সংবাদ

প্রকাশিত: ৩ মার্চ ২০২০  

 

স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী্ বলেছেন, জাপান বাংলাদেশের উন্নয়নে সহযোগিতা করে যাচ্ছে।

মঙ্গলবার জাতীয় সংসদ কার্যালয়ে স্পিকারের সঙ্গে বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত  নাওকি ইতো সাক্ষাৎ করেন।

সাক্ষাৎকালে তারা বাংলাদেশ ও জাপানের দ্বিপাক্ষিক সম্পর্ক, নারীর ক্ষমতায়, মুজিববর্ষসহ নানা বিষয় নিয়ে আলোচনা করেন।

স্পিকার বলেন, ‘জাপানের সঙ্গে বাংলাদেশের বন্ধুত্বের সম্পর্ক দীর্ঘ দিনের। স্বাধীনতার পর থেকে বাংলাদেশের উন্নয়নে জাপান সহযোগিতা করে আসছে। দীর্ঘ পথপরিক্রমায় এ সম্পর্ক আজ অত্যন্ত সুদৃঢ়। ভবিষ্যতে এ সম্পর্ক আরো জোরদার হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।’

স্পিকার নারী ক্ষমতায়নে জাপানের প্রধানমন্ত্রীর প্রশংসা করে বলেন, ‘বাংলাদেশের জনগণের অর্ধেক হচ্ছে নারী এবং তাদেরকে অর্থনীতির মূলস্রোতে সম্পৃক্ত করতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিরলসভাবে কাজ করে যাচ্ছেন।’

জাপানের স্পিকার ও মন্ত্রী পর্যায়ের নেতৃবৃন্দকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান তিনি।

নাওকি ইতো বলেন, জাপান বাংলাদেশ সংসদীয় মৈত্রী গ্রুপের অভিজ্ঞতা বিনিময়ের জন্য পারস্পরিক সফর গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে ।

এ সময় জাতীয় সংসদের সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।